Durga Puja 2022: ২০২২ এর দুর্গাপুজো কবে? মহালয়া কবে? - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! Durga Puja 2022: ২০২২ এর দুর্গাপুজো কবে? মহালয়া কবে?

Durga Puja 2022: ২০২২ এর দুর্গাপুজো কবে? মহালয়া কবে?

Durga Puja 2022 Date and Time: বাঙালি মনেই কথায় রয়েছে ১২ মাসে ১৩ পার্বণ। আর এই ১৩ পার্বণের মধ্যে দুর্গাপুজোই হলো সর্ব সেষ্ট। সকলের মন খারাবের দিনে মনে এক আনন্দের ঢেউ নিয়ে আসে এই দুর্গাপুজো। যদিও দশমীর শেষে সবার মন খারাপ করে যায় যায় মা। তবে এটাই শেষ নাকি তার পরেই তো রয়েছে কালীপুজো (কালী পুজো ২০২২) Kalipuja 2022 Date ! 

কালীপুজো শেষ হয়ে গেলেও পথ চেয়ে আবার আমরা সবাই অপেক্ষায় থাকি মায়ের আগামী আগমনের।

দুর্গাপূজা আর কতদিন?, 2022 এর দুর্গাপুজো কবে?

বছরের নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার হাতে পেলেই বাঙালিরা যেই দিনগুলিতে সবার আগে চোখ বোলায়, তার মধ্যে দুর্গা পুজো (Durga Puja) একটি। উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গা পুজো।

এক নজরে দেখে নিন আগামী বছর অর্থাৎ ২০২২ সালের দুর্গাপুজোর দিনক্ষণ (Durga Puja 2022 Date & Time)। 

দূর্গা পূজার সময়সূচী ২০২২
২৫ সেপ্টেম্বর, রবিবার মহালয়া!
২০২২ সালের দুর্গাপুজোর তারিখ (Durga Puja 2022 Date)
✓ ২০২২ এর, মহাপঞ্চমী - ৩০ সেপ্টেম্বর, শুক্রবার
✓ ২০২২ এর, মহাষষ্ঠী - ১ অক্টোবর, শনিবার
✓ ২০২২ এর, মহাসপ্তমী - ২ অক্টোবর, রবিবার
✓ ২০২২ এর, মহাঅষ্টমী - ৩ অক্টোবর, সোমবার
✓ ২০২২ এর, মহানবমী - ৪ অক্টোবর, মঙ্গলবার
✓ ২০২২ এর, মহাদশমী - ৫ অক্টোবর, বুধবার
Durga Puja 2022: ২০২২ এর দুর্গাপুজো কবে? মহালয়া কবে?



Advertisement
close