চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাতের মৃত্যুর অভিযোগ উঠল জলপাইগুড়ি শহরের রাজবাড়ি পাড়ার এক নার্সিংহোমের বিরুদ্ধে। তদন্তের দাবি তুলে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করল মৃত সদ্যোজাতের পরিবার। উল্লেখ্য ময়নাগুড়ির চুড়াভাণ্ডারের ঠাকুরবাড়ির বাসিন্দা সুজিত মণ্ডল তার স্ত্রী রেনুবালা মণ্ডলকে বুধবার রাজবাড়িপাড়ার ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেছিলেন। সেদিনই পুত্র সন্তানের জন্ম দেন রেনুবালা। সন্তান সুস্থ ও স্বাভাবিক ছিল বলে বলে পরিবারের দাবি। পরিবারের অভিযোগ, এদিন ভোরে নার্সিংহোমের মাসি শিশুকে গরম হিট দিয়েছিল। এরপর থেকে শিশুটি নিস্তেজ হয়ে পরে বলে অভিযোগ। শুধু তাই নয় হিট দিয়ে ওই মাসি ঘুমিয়ে পরেছিল বলে অভিযোগ পরিবারের । এই কারণে সদ্যোজাতের মৃত্যু হয় বলে দাবি সদ্যোজাতের পরিবারের। মৃত সদ্যোজাতের দেহের একাংশে পুড়ে যাওয়া চিহ্ন রয়েছে বলে অভিযোগ করেন মৃত শিশুর বাবা। এদিন পরিবারের লোকেরা ক্ষিপ্ত হয়ে হাসপাতালের চত্বরে বিক্ষোভে দেখান। পরে অভিযোগ জানাতে কোতোয়ালি থানায় উপস্থিত হন তারা। অন্যদিকে নার্সিং হোমের পক্ষ থেকে জানানো হয়েছে মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি পরিস্কার হয়ে যাবে।