আইএসএল-এ খেলতে যাচ্ছে রাজগঞ্জের ছেলে মনোজ মহম্মদ।খুশির হাওয়া রাজগঞ্জ জুড়ে।সব ঠিক থাকলে চলতি বছরেই আইএসএল-এ দেখা যাবে মনোজকে।এই মুহূর্তে রাজগঞ্জেই রয়েছে মনোজ।কিন্ত খামতি রাখেনি প্রস্তুতিতে।রাজগঞ্জে ইস্টবেঙ্গল অ্যাকাডেমির মাঠেই জোড় কদমে প্রস্তুতি নিচ্ছে মনোজ। রাজগঞ্জ বাজার সংলগ্ন বাবুপাড়ার বাসিন্দা মনোজ মহম্মদ শুরু থেকেই ইস্টবেঙ্গলের হয়ে খেলেছে।জাতীয় ফুটবলে পরপর সাফল্যের পর রাজগঞ্জের মনোজ এখন খেলার মাঠে চেনা মুখ।এবারে তার সামনে লক্ষ্য আইএসএল।
মনোজ জানান,এর আগে দুই বছর সে ইস্টবেঙ্গল-মহামেডানের হয়ে খেলেছে। রাজগঞ্জের এক গ্রাম থেকে গিয়ে বাংলার হয়ে খেলা।এবারে বাংলা ছাড়িয়ে আইএসএলের জন্য সুযোগ পেয়ে খুব খুশি।আমি চেষ্টা করবো ভালো খেলার।ইতিমধ্যেই রাজগঞ্জেই সকাল সন্ধ্যা প্রস্তুতি চালিয়ে যাচ্ছে সে।কোচের কথামত অনুশীলন পর্ব চলছে। রাজগঞ্জ ওয়েলফেয়ার ফুটবল অ্যাকাডেমির কনভেনর অরবিন্দ শর্মা বলেন, মনোজ খুব ভালো ছেলে।সে ঘরের মাঠে খেলে বড় হয়েছে।শুরু থেকেই তার মধ্যে সেই প্রতিভা রয়েছে।মনোজের পাশাপাশি আরও অনেকেই রাজ্য এবং জাতীয় স্তরে সুযোগ পেয়েছে।তা দেখে আমার গর্বিত।কোন সংস্থা যদি আমাদের এই অ্যাকাডেমিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তবে রাজগঞ্জ থেকে বহু প্রতিভাবান খেলোয়াড়রা রাজ্য এবং জাতীয় স্তরে খেলার সুযোগ পাবেন।