খুঁজে পাওয়া গেলো, ময়নাগুড়ি থেকে শিলিগুড়িতে মামার বাড়ি এসে নিখোঁজ হওয়া নন্দিনী'কে - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, খুঁজে পাওয়া গেলো, ময়নাগুড়ি থেকে শিলিগুড়িতে মামার বাড়ি এসে নিখোঁজ হওয়া নন্দিনী'কে

খুঁজে পাওয়া গেলো, ময়নাগুড়ি থেকে শিলিগুড়িতে মামার বাড়ি এসে নিখোঁজ হওয়া নন্দিনী'কে

-----------------------------------
স্কুলের গ্রীষ্মকালীন ছুটিতে, মামার বাড়ি বেড়াতে এসেছিল ময়নাগুড়ির ১১ বছরের নাবালিকা। শহর শিলিগুড়ির মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় তার মামা বাড়ি । গত মঙ্গলবার মামা বাড়িতে একাই ছিল সে। ভরদুপুরে, বাড়িতে কেউ না থাকায়, বেড়া টপকে বেরিয়ে গিয়েছে বলে দাবি করে পরিজনেরা।এরপর থেকে সে নিখোঁজ হয়ে যায়। পরে পরিবারের তরফে এন জে পি থানায় লিখিত অভিযোগ করা হয়। পরিবার সুত্রে জানাগেছে ছাত্রীটিকে বুধবার ও বৃহস্পতিবার শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় দেখা গিয়েছে। সেই সুত্র ধরে শহরের বিভিন্ন এলাকার সিসি ফুটেজ ধরে খোঁজ শুরু করে পুলিশ। অবশেষে শুক্রবার সকালে শিলিগুড়ির খালপাড়া এলাকা থেকে উদ্ধার হয় ওই ছাত্রীটি। ঘটনায় এক মহিলা সহ ৩ যুবককে গ্রেফতার করা হয়।

ধৃতদের বিরুদ্ধে ছাত্রী অপহরনের মামলা রুজু করেছে পুলিশ। ধৃত মনা হালদার, চন্দন সাহানী, লালু যাদব মাটিগাড়ার বাসিন্দা। অপর একজন মনোজ সাহানী শিলিগুড়ি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহারাজা কলোনীর বাসীন্দা। পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া ছাত্রীটি পরিজনদের কাউকেই চিনতে পারছে না। মাদকজাত কিছু খাইয়ে, পাচারের ছক কষেছিল পাচারকারীরা। এমনটাই অনুমান করছে পুলিশ। এই ঘটনায় আরও কে কে জড়িত রয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেস্টা করছে পুলিশ। ধৃতদের পুলিশী রিমান্ডের আবেদন জানিয়ে, আদালতের পেশ করা হয় শুক্রবার।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close