ফের দেশে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। হতে পারে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার! - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, ফের দেশে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। হতে পারে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার!

ফের দেশে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। হতে পারে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার!

-----------------------------------
২০২০ থেকে ২০২১ শেষে যেমনটা আমরা দেখেছিলাম সেই ভয়ঙ্কর পরিস্হিতি আর যেনো না দাড়ায় তাই আগে থেকেই তৈরি হচ্ছে সরকার। দেশের করোনা পরিসংখ্যানে গত কয়েকদিন ধরে যে উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছিল, তা আরও খানিকটা বাড়ল। গত কয়েকদিনে ট্রেন্ড বজায় রেখে দৈনিক আক্রান্তের সংখ্যা ফের অনেকটা বাড়ল। একই সঙ্গে বাড়ল পজিটিভিটি রেট এবং অ্যাকটিভ কেস। এদিকে লাগাতার করোনা বাড়তে থাকায় সংক্রমণের নিরিখে শীর্ষে থাকা তিন রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র।শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৮৪ জন। যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ৩৬ হাজার ২৬৭ জন। যা গতকালের থেকে সাড়ে ৩ হাজার বেশি। দেশে অ্যাকটিভ কেসের ০.০৮ শতাংশে পৌঁছে গিয়েছে। দৈনিক পজিটিভিটি রেট বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছে ২.২৬ শতাংশে। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৪ জন। এই সংখ্যাটাও আগের দিনের থেকে বেশি। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৭৪৭ জন।

করোনার দৈনিক আক্রান্তের সংখ্যার পাশাপাশি সুস্থতার হারও চিন্তাজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৪৪ হাজার ৯২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন মাত্র ৩ হাজার ৭৯১ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৭০ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৪ কোটি ৭৬ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৫ লক্ষের বেশি মানুষ।দেশের দৈনিক আক্রান্ত লাগাতার হু হু করে বাড়লেও এখনই নতুন করে কোনও রকম বিধিনিষেধ জারি করার কথা ভাবছে না সরকার। তবে একাধিক রাজ্যে নতুন করে মাস্ক পরা বাধ্যতামূলক করা হতে পারে।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close