প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে বন্যার মতো পরিস্থিতি। এদিকে পাহাড়ে আবার ধস। সিকিমে ধসে মৃত্যু হল একই পরিবারের সাত মাসের এক শিশু সহ ৩ জনের। ঘটনাটি ঘটেছে গ্যাংটক সংলগ্ন রঙ্গে দোকান দারা এলাকায়। মৃতরা হল ডোমা শেরপা(২৭) এবং তার ১০ বছর বয়সী ও সাত মাসের দুই সন্তান।
জানা গিয়েছে, সোমবার টানা বৃষ্টির জেরে গভীর রাতে পাহাড়ে ধসে নামায় ডোমা শেরপার ঘর ভেঙে যায়।এরফলে মাটি চাপা পড়ে মৃত্যু হয় তিনজনের। খবর পেয়ে গ্যাংটকের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।