Roddur Roy Arrested: গ্রেফতার রোদ্দুর রায়, কিন্তু কেনো? কারণ টা কি? - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, Roddur Roy Arrested: গ্রেফতার রোদ্দুর রায়, কিন্তু কেনো? কারণ টা কি?

Roddur Roy Arrested: গ্রেফতার রোদ্দুর রায়, কিন্তু কেনো? কারণ টা কি?

-----------------------------------
গোয়া থেকে গ্রেফতার রোদ্দুর রায়। তবে কেনো? কারণ টা কি? সোসিয়াল মিডিয়ায় তুমুল আলোচনায় বিষয় হয়ে দাঁড়িয়েছে। সংবাদ মাধ্যমের সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার গোয়া থেকে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিস। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জেরেই তাঁর নামে দায়ের হয়েছিল একাধিক মামলা। 

এই ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নেটমাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন। গত শনিবার নিজেকে তৃণমূলের মুখপাত্র হিসেবে পরিচয় দিয়ে চিৎপুর থানায় অভিযোগ দায়ের করেন ঋজু দত্ত। তিনি রোদ্দূরের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন। ঋজু দত্তের অভিযোগ, রোদ্দুর সাম্প্রতিককালে নেটমাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা ও অভিষেক সম্পর্কে কুরুচিকর ভাষা ব্যবহার করেছেন। পাশাপাশি আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার নগরপাল-সহ কলকাতা ও রাজ্য পুলিস প্রশাসনকেও।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close