উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য, তাই আত্মহত্যার পথ বেছে নিলো ছাত্রী, এমনটাই দাবি পরিবারের। রাজ্যের বিভিন্ন জেলায় জেলায়, স্কুলে স্কুলে আন্দোলেন নেমেছিল উচ্চমাধ্যমিকের অকৃতকার্যরা ছাত্র ছাত্রীরা। নানান জায়গায় দেখে গিয়েছিল এর চিত্র। আর সেই আন্দোলনে সামিল হয়েও কোনও ফল না মেলায় আত্মঘাতী হলেন পূর্ব বর্ধমানের গুসকরার এক ছাত্রী। এমনটাই দাবি তার পরিবারের। আত্মঘাতী ছাত্রীর নাম রাজিয়া খাতুন(১৮)। সে গুসকরা হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তবে ইংরেজি এবং দর্শন বিষয়ে ফেল করে, এদিন বুধবার বেলা দশটা নাগাদ তাঁর ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে বাড়ির লোকজন।
সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বুধবার পুলিস দেহটিকে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের পুলিসমর্গে পাঠায়। রাজিয়া খাতুনের পরিবারের দাবি, উচ্চ মাধ্যমিকে 'ব্যাক' পাওয়ার পর থেকেই অবসাদে ভুগছিল রাজিয়া। পাস করানোর দাবিতে যে আন্দোলন হয়েছিল তাতেও যোগ দিয়েছিল রাজিয়া। কিন্তু কোনও ফল না মেলায় আরও মানষিক ভাবে ভেঙে পরে শেষপর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে।