এক ঝলকে দেখে নেওয়া যাক ২০২২ এর উচ্চ মাধ্যমিকের মেধাবী তালিকা। ২০২২ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে অদিশা দেবশর্মা, মোট প্রাপ্ত ৪৯৮ প্রথম অদিশা দেবশর্মা। দিনহাটা সনিদেবী জৈন হাইস্কুলের পড়ুয়া। উচ্চমাধ্যমিক ২০২২ দ্বিতীয় সায়নদীপ সামন্ত। দ্বিতীয় হয়েছেন পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত। উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়েছে ৪ জন। চতুর্থ হয়েছে আট জন। উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পঞ্চম স্থানে ১১ জন। প্রাপ্ত নম্বর ৪৯৪।
-----------------------------------