২০২২ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। এবারের মাধ্যমিকে কোনও ফলাফল অসম্পূর্ণ নেই। এবছর পরীক্ষায় পাশের হার ৮৬.৬ শতাংশ। এই বছর প্রথম হয়েছেন ২ জন। বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই। বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল প্রথম। নম্বর পেয়েছেন ৬৯৩। দ্বিতীয় হয়েছেন কৌশিকী সরকার ও রৌনক মণ্ডল। নম্বর পেয়েছেন ৬৯১। অনন্যা দাশগুপ্ত হয়েছেন তৃতীয়
-----------------------------------
এবারের মাধ্যমিকে অনন্যা দাশগুপ্ত হয়েছেন তৃতীয়। মাধ্যমিকে চতুর্থ হয়েছেন চারজন
৬৯০ নম্বর পেয়ে চতুর্থ অভিষেক দত্ত। শ্রুতর্ষি ত্রিপাঠি কলকাতার পাঠভবন স্কুলে ৬৯০ পেয়ে চতুর্থ হয়েছেন। ৬৮৯ নম্বর পেয়ে ১১ জন পঞ্চম স্থানে রয়েছেন।
সৌহার্দ্য সিনহা, দেবদত্ত কুণ্ডু, ধ্রুবজিৎ সাহা, আরমান ইস্তেয়াক আলি, আর্জিনি সাহা, অনিন্দ্য সাহা, সামিয়া ইয়াসমিন, জেনিফার রানা, পৌলমী বেড়া, শুভ্র দত্ত, সম্রাট মণ্ডল পঞ্চম স্থানে রয়েছেন। ৬৮৮ নম্বর পেয়ে নিরুপম দাশ, সম্পূর্ণা নন্দী, শ্রীজিতা গোস্বামী, সৈকত কুমার গঙ্গোপাধ্যায়, সমতাপ নীলা, প্রতীপ মাইতি, ষষ্ঠ স্থানে রয়েছেন।