মোটর বাইকের বেপরোয়া গতির বলি এক মহিলা পথচারী - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, মোটর বাইকের বেপরোয়া গতির বলি এক মহিলা পথচারী

মোটর বাইকের বেপরোয়া গতির বলি এক মহিলা পথচারী

-----------------------------------
মোটর বাইকের বেপরোয়া গতির বলি এক মহিলা পথচারী। ভয়ংকর দুর্ঘটনার সেই ছবি ধরা পড়ল সিসিটিভি ফুটেজে। ঘটনাটি বৃহস্পতিবারের। জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলার ঘটনা। জানা গিয়েছে, জয়মালা সরকার নামে এক প্রৌঢ়া কদমতলার একটি শপিংমলের সামনের রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন। পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরবাইক তাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে পিষে দিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের দাবি মোটরবাইকে চালক সহ তিনজন ছিল এবং বাইক দ্রুতগতিতে চলছিল। যার ফলেই এই দুর্ঘটনা ঘটে। সেই ছবি ধরাও পড়েছে শপিংমলের সিসিটিভি ক্যামেরায়। ঘটনার পর কয়েকজন পথচারী ছুটে এসে মহিলাকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। রাতে ওই মহিলার সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন,এই রাস্তায় হামেশাই বেপরোয়া গতিতে মোটরবাইক চলাচল করে। তা নিয়ন্ত্রণ করতে ট্রাফিক পুলিশের নজরদারি প্রয়োজন বলে দাবি তাদের। জলপাইগুড়ি সদর ট্রাফিক সূত্রে জানানো হয়েছে ঘাতক মোটরবাইক এবং তার চালককে চিহ্নিত করা গিয়েছে। তাদের তল্লাশি চলছে। পাশাপাশি ওই এলালায় ট্রাফিকের নজরদারির চলছে বলে জানানো হয়েছে।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close