হঠাৎই সবার চোখ আকাশের দিকে, কিন্তু কেন? কারণটা নাকি সূর্যের চারপাশে আশ্চর্য রামধনুর দেখা মিলছে। এদিন বুধবার সকাল ১০:৪৫ টা নাগাদ এই ঘটনার সাক্ষী থাকলো জলপাইগুড়িবাসী। তবে এটা কি আজও অলৌকিক? বিজ্ঞানের কথায় না। এটি সম্প্রতি ঘটেই থাকে, স্বচ্ছ বরফের মধ্যে দিয়ে সূর্যের আলো প্রবেশ করলে বায়ুমণ্ডলে এমন বলয় তৈরি হয় বলে ধারণা বিজ্ঞানীদের।
তবে মনে মনে সবার প্রশ্ন সূর্যের হলটা কী?" এমন হচ্ছে কেন? বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই ধরনের বলয় দেখা গিয়েছে। যাকে বিজ্ঞানীরা ‘হালো’ (HALO) বলে উল্লেখ করে থাকেন। আলোকিত এই বলয়ের নাম সৌরবলয় বা পোলার হালো। স্বচ্ছ বরফের মধ্যে দিয়ে সূর্যের আলো প্রবেশ করলে বায়ুমণ্ডলে এমন বলয় তৈরি হয় বলে ধারণা বিজ্ঞানীদের।
-----------------------------------