কাগজ কুড়াতে এসে পিএইচই'র পাইপ চুরির চেষ্টা,হাতেনাতে ধরে ফেললো স্থানীয়রা। তুলে দেওয়া হল পুলিশের হাতে।রবিবার ঘটনাটি ঘটে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে। পিএইচই'র পাইপ চুরির অভিযোগে তিন মহিলাকে আটক করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন সাত সকালে ফুলবাড়ির পিএইচই'র পানীয় জল প্রকল্প থেকে চারজন মহিলা কাগজ কুড়াতে আসে।
সেই সময় ফুলবাড়ির পিএইচই'র জয়েন্ট পাইপ বস্তার মধ্যে ভরে পালিয়ে যাচ্ছিল। সেসময় তিনজনকে হাতেনাতে ধরে ফেললে একজন পালিয়ে যায়। অভিযুক্তদের বাড়ি শিলিগুড়ির ঝংকার মোড়ে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পৌঁছে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।