চিকিৎসকদের কাছে জানতে পারা খবর অনুযায়ী। এই পোকা রোভ বিটেল (Rove beetle) নামের ওই পোকাটি অ্যাসিড পোকা নামে পরিচিত। এই পোকাটিকে ‘কিংস অফ পেইন (King's Of Pain)’ বা ‘ব্যথার রাজা’ বলা হয়ে থাকে। পোকাটি ৭-১০ মিলিমিটার লম্বা হয়। দেখতে কালো ও কমলা রংয়ের৷ রোভ বিটলের শরীরে পিডেরিন নামে অ্যাসিড জাতীয় একটি বিষাক্ত পদার্থ থাকে। এটি মানুষের স্কিনের ক্ষতি করে। শরীরের সংস্পর্শে যেতেই ত্বকের উপর লালচে দাগ ও ফুঁসকুড়ি হয়। এরপর সেখান থেকে শরীরের অন্যান্য জায়গাতেও ছড়িয়ে পড়ে ক্ষত। তার সঙ্গে জ্বালা অনুভব হতে শুরু করে শরীরে।
কিভাবে পাওয়া গেলো এর খবর?
প্রথমে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এই পোকার দাপটে কয়েকজনের অসুস্থ হওয়ার খবর মিলেছিল। এরপর ধীরে ধীরে তা শহরের বিভিন্ন প্রান্তেই ছড়িয়ে পড়তে শুরু করেছে। শিলিগুড়ি এবং সিকিমের মনিপাল ইউনিভার্সিটিতেও একাধিক পড়ুয়া আক্রান্ত হয়েছে বলে সূত্রের খবর। শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় এই পোকার কামড়ে প্রচুর মানুষে অসুস্থ হয়েছেন বলে জানা যায়। তার জেরে এখন রোভ বিটেল (Rove beetle) নিয়ে আতঙ্কে ভুগছেন শিলিগুড়িবাসী। পাশাপাশি জ্বর ও বমিও হয়। এই পোকা মূলত বর্ষাকালেই আমদানি হয়ে থাকে।
কি করবেন? কিভাবে এই পোকার থেকে দূরে থাকা যায়?
চিকিৎসকদের কথা অনুযায়ী বর্ষাকালে এই পোকার সংখ্যা হয় দ্বিগুণ। এই পোকার থেকে দূরে থাকার জন্য, বাড়ির আশেপাশের নর্মদা এবং খোলা জায়গা, জল জমানো জায়গা পরিষ্কার রাখুন। রাত্রে ঘুমানোর সময় মশারী ব্যাবহার করুন।