নেট দুনিয়ায় ভাইরাল এক বিএসএফ জওয়ান। ভাইরাল হওয়ার মূল কারণ ডিউটিতে থাকা অবস্থায় মুখে বলা জিও অর জিনে দো। এই ভিডিও সূত্রপাত ১৫ ই আগস্ট এর দিন, জানা গিয়েছে প্রসেনজিৎ সরকার নামে এক ইউটিউবার তার ইউটিউব চ্যানেলের জন্য ব্লক শুট করতে যায় "গেদে বর্ডার" এলাকায়। আর সেখানেই দেখা হয় সেই বিএসএফ জওয়ান এর সাথে। Vlog বানানোর সময় ক্যামেরাবন্দি হয় তাদের কথোপকথন। তবে এখানেই শেষ নয়, কারণ মূল ভিডিওটি তখনও ততটা মানুষের কাছে পৌঁছায়নি। কিছুদিন পর সেই ভিডিও "বেলাকোবা অফিসিয়াল" পেজের কনর্ধর অনুপম রায় এবং দীপঙ্কর দাস নামে দুই ফেসবুক পেজ ক্রিয়েটর সেই ভিডিওটিকে একটু মডিফাই করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করাতেই মন জয় করে নেয় দেশবাসীর সেই ভিডিও। কিন্তু মানুষ তো পজিটিভ দিকের চেয়ে নেগেটিভ দিকটা একটু বেশি দেখে।
প্রথম মন জয় করে নেওয়া ভিডিওটি ভাইরাল হওয়ার কিছুদিন পর আজ সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে ছড়ায় ভুয়ো খবর। সেই ভুও খবরে মেনশন করা রয়েছে সেই বিএসএফ জওয়ান আর নেই।
এদিকে মুল ভিডিও ক্রিয়েটর প্রসেনজিৎ সরকারের সঙ্গে আমরা কথপকথন করে জানতে পারি, পরের ভিডিওটি পুরোই ভুয়ো খবর। তবে কারা এরকম ভুয়ো খবর ছড়াচ্ছেন এবং কেন ছড়াচ্ছেন তা এখনো অজানা।