নেট দুনিয়ায় ভাইরাল এক বিএসএফ (BSF) জওয়ান (Virendra Singh)। ভাইরাল হওয়ার মূল কারণ ডিউটিতে থাকা অবস্থায় মুখে বলা জিও অর জিনে দো (Jiyo Aur Jeene Do) এই ভিডিও সূত্রপাত ১৫ আগস্ট ২০২২ এ, জানা গিয়েছে প্রসেনজিৎ সরকার নামে এক ইউটিউবার তার ইউটিউব চ্যানেলের জন্য ব্লগ ভিডিও শুট করতে যায় "গেদে বর্ডার" এলাকায়। আর সেখানেই দেখা হয় সেই বিএসএফ জওয়ান বীরেন্দ্র সিং (Virendra Singh) এর সাথে। ব্লগ বানানোর সময় ক্যামেরাবন্দি হয় তাদের কথোপকথন। তবে এখানেই শেষ নয়, কারণ মূল ভিডিওটি তখনও ততটা মানুষের কাছে পৌঁছায়নি। তারপর কিছুদিন পর সেই ভিডিও "বেলাকোবা" @belakobaofficial পেজের কনর্ধর অনুপম রায় (Anupam Roy) এবং দীপঙ্কর দাস (Dipankar Das) নামে দুই ফেসবুক (Facebook) পেজ ক্রিয়েটর সেই ভিডিওটিকে একটু মডিফাই করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করাতেই মন জয় করে নেয় দেশবাসীর সেই ভিডিও! মুহুর্তের মধ্যে হয় ভাইরাল। কিন্তু মানুষ পজিটিভ দিকের চেয়ে তো নেগেটিভ দিকটা একটু বেশি পছন্দ করে।
প্রথম মন জয় করে নেওয়া ভিডিওটি ভাইরাল হওয়ার কিছুদিন পর আজ সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউবে ছড়ায় ভুয়ো খবর (সেই বিএসএফ জওয়ানের সহিদ হওয়ার খবর ছড়ায়!)। সেই ভুও খবরে মেনশন করা রয়েছে সেই বিএসএফ জওয়ান আর নেই। এদিকে মুল ভিডিও ক্রিয়েটর প্রসেনজিৎ সরকারের (Prasenjit Sarkar) সঙ্গে আমরা কথপকথন করে জানতে পারি, পরের ভিডিওটি পুরোই ভুয়ো খবর। তবে কারা এরকম ভুয়ো খবর ছড়াচ্ছেন এবং কেন ছড়াচ্ছেন তা অজানা।
Claim: Video of a BSF jawan with a big moustache who was martyred recently at the India border.
Fact: The man seen in the photo is different from the one in the video. The photo shared in the picture shows the dead body of Rajender Singh, an Indian army soldier who was martyred during the terrorist attack in September 2019. The man seen in the video is Virendra Singh, a BSF Jawan who is alive and working at the Gede Border between West Bengal and Bangladesh. Hence, the claim made in the post is FALSE.