রাজগঞ্জের চাওলহাটির বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ‘গরু চোর’ সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারল গ্রামবাসীরা। এদিন বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের চাউলহাটি বাংলাদেশ সীমান্তবর্তী বরুয়াপাড়া এলাকায়। ঘটনা ঘিরে প্রবল চাঞ্চল্য এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় বেশ কদিন ধরে গরু চুরির ঘটনা ঘটছিল। সেই বিষয়ে সতর্ক থাকতে গ্রামের কয়েকজন রোজই রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকায়। ঘটনার রাতে বরুয়াপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দা নিপেন রায়ের বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যায় ৩ দুষ্কৃতি। এদিকে, ঘটনার আভাস পেয়েই এলাকায় খোঁজ শুরু করে গ্রামের মানুষ। চুরির গরু গ্রামের পাশে একটি বাঁশঝাড়ে দেখতে পান কয়েকজন। পাশেই চা বাগানে লুকিয়ে ছিল ৩ দুষ্কৃতি। এরপর গ্রামবাসীরা সেখানে তল্লাশি চালাতেই দুজন পালিয়ে যায়। তাদের একজন চা বাগানের নালায় আটকা পড়ে। গত কয়েকদিনের সব চুরির রোষ উজাড় করে দেয় উত্তেজিত জনতা। ঘটনার পর রাজগঞ্জ থানার পুলিশ সেখানে গিয়ে যুবক কে উদ্ধার করে রাজগঞ্জ গ্রামীণ হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিচয় এখনও জানা যায়নি।