রাজ্য সড়কের পাশে পা বাঁধা অবস্থায় একটি গরুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জে। গরুটি এই অঞ্চলের নয়, তাহলে কোথা থেকে কারা এখানে ফেলে গেল, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মধ্যে। পাচারের পথে গরুটির মৃত্যু হওয়ায় ফেলে দেওয়া হয়েছে বলে অনেকের সন্দেহ।
জানা গিয়েছে, শুক্রবার সকালে স্থানীয় ও পথলতি মানুষের নজরে পড়ে আমবাড়ি বেলাকোবা রাজ্য সড়কে বাগডোগরা এলাকায় রাস্তার পাশে একটি গরু মৃত অবস্থায় পড়ে রয়েছে। তার পাগুলি বাঁধা। মৃত গরুটি দেখতে এলাকার মানুষ ভিড় করেন। ইতিমধ্যে খবর পৌঁছায় বেলাকোবা পুলিশ ফাঁড়িতে। পুলিশের উদ্যোগে গরুটির মৃতদেহ উদ্ধার করে অন্যত্র নিয়ে যাওয়া হয়।
স্থানীয় বাসিন্দা পাতিরাম রায় বলেন, এধরনের গরু অঞ্চলে দেখা যায় না। তাই গরুটি কে বা কারা ফেলে গেল এই প্রশ্ন উঠেছে। এলাকার কেউ যদি পালন করেও থাকে তবে মারা গেলে এভাবে ফেলে দেওয়ার কথা নয়। পুলিশের বিষয়টি খতিয়ে দেখা দরকার।