উল্লেখ্য আজ অর্থাৎ সোমবার ঘড়ির কাঁটায় আনুমানিক সকাল ৬টা,সেই সময় নিত্যদিনের মতো মাঠে গরু চড়াতে যান জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের অন্তর্গত মান্তাদারী হাটখোলার স্থানীয় বাসিন্দা আনুমানিক ৩০বছর বয়সী জামরুল মোহাম্মদ। ঠিক সেই সময় মান্তাদারী খালপাড়ার অপর এক যুবক ধুতাং আলী(জনব আলী) কোনো এক কারণবশত বাড়িতে ডেকে আনে জামরুল মোহাম্মদকে। পরবর্তীতে ধুতাং ওরফে জনব আলী জামরুলকে নিয়ে এসে প্রথমে মারধর করে এবং এরপর ঘরে থাকা কুড়ুল দিয়ে শরীরের বিভিন্ন অংশে একাধিকবার কোপ মারে। এর ছেড়ে প্রচন্ড পরিমানে রক্তক্ষরণ হয় জামরুলের শরীরের বিভিন্ন স্থান থেকে। সুযোগ বুঝে কোনোক্রমে ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হন আহত যুবক জামরুল মোহাম্মদ। পালিয়ে কিছুটা দূর যেতেই উচ্চস্বরে হাঁক-ডাক দেওয়ার পর জ্ঞান হারিয়ে ফেলেন আহত যুবক। অপরদিকে জামরুলের আর্তনাদের চিৎকার শোনা মাত্রই তড়িঘড়ি ছুটে আসেন আশপাশের লোকজন। ঘটনাটি প্রত্যক্ষ করা মাত্রই খবর পৌঁছায় মিলনপল্লী থানায়। উক্ত থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারেরা ঘটনাস্থলে পৌঁছে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা জামরুল মোহাম্মদকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। যদিও ধৃত যুবক এবং আহত যুবকের মধ্যে গোপনীয় কোনো শত্রুতা ছিলো কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসারেরা। অপরদিকে সমস্ত ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় ধৃত যুবক ধুতাং আলী ওরফে জনব আলী।সাতসকালেই মর্মান্তিক এই ঘটনার চেরে চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা মান্তাদারী এলাকা জুড়ে। খবর সংগ্রহ করাকালীন গুরুতর আহত জামরুল মোহাম্মদের বোন থানায় গোটা ঘটনা লিখিত আকারে জানাবেন বলে আমাদের প্রতিনিধিদের কাছে জানান।