পুজোর আগে বেলাকোবা হাইস্কুলে ধুমধাম করে পালিত হল আগমনী উৎসব। - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! পুজোর আগে বেলাকোবা হাইস্কুলে ধুমধাম করে পালিত হল আগমনী উৎসব।

পুজোর আগে বেলাকোবা হাইস্কুলে ধুমধাম করে পালিত হল আগমনী উৎসব।

স্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের উদ‍্যোগে ও স্কুলের পড়ুয়াদের সাহায্য এবং স্কুল শিক্ষকদের পরিচলনায় বুধবার এই অনুষ্ঠানটি হয়। দুপুর ১২ টার সময়ে বেলাকোবা হাইস্কুলের মঞ্চে এই প্রদীপ প্রজ্বলিত করে অনুষ্ঠানে শুভ সূচনা করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌষিক ঘোষ এবং তার সহযোগী ছিলেন স্কুলের অনান‍্য শিক্ষক - শিক্ষিকারা।
এমনিতেই গত দু বছর করোনা পরিস্থিতির জন্য স্কুলে সেভাবে কোনো অনুষ্ঠান হয় নি। তাই পড়ুয়াদের ইচ্ছেতে ও উদ‍্যোগে পুজোর আগে আগমনী উৎসব পালিত হল। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌষিক ঘোষ জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ইচ্ছে ছিল অনেক দিন ধরে সাংস্কৃতি অনুষ্ঠান করার কিন্তু কিছু কারন বশতো সেই অনুষ্ঠান করে উঠতে পারেনি তারা তাই তারা এবছর আবেদন করেছিল আগমনী উৎসবের আমরা পড়ুয়াদের কথা ভেবেই এই অনুমতি দিয়েছি, আজ সত্যিই তাদের এই উদ‍্যোগের আগ্রহ দেখে আমি অত্যন্ত খুশী।
এদিনের স্কুলে আগমনী উৎসবে স্কুলের বিভিন্ন পড়ুয়ারা নাচ, গান, আবৃত্তি পরিবেশন করে । তাদের মধ্যে দ্বাদশ শ্রেণির পড়ুয়া মৈনাক ভদ্র ও শ্রেষ্ঠা বিশ্বাস বলেন, গত দু বছর করোনার জন্য স্কুল সেভাবে ‍কোনো অনুষ্ঠান হয় নি, এটাই আমাদের স্কুলের শেষ বছর তাই স্কুল ছেড়ে যাওয়ার আগে অনুষ্ঠানের এই মঞ্চে গান, আবৃত্তি পরিবেশন করে খুব ভালো লাগছে। এদিকে তাদের সাথে একই মত পোষণ করেছেন ভাস্কর রায় প্রধান, মিনাজ চৌধুরী, অরিন্দম রায় সহ একাধিক পড়ুয়ারা।

Advertisement
close