স্বর্গীয় রঞ্জিত চন্দ্র দে ও স্বর্গীয় মহিতোষ মাল রানিং চ্যাম্পিয়ন ট্রফি এবং স্বর্গীয়া প্রভাবতী পাল চৌধুরী ও স্বর্গীয় নন্দলাল রানিং রানার্স ট্রফি স্বর্গীয় রাম কমল রায় চ্যাম্পিয়ন ও রানার্স রিপলেখা ট্রফি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট এর শুভ সূচনা হলো আজ, বেলাকোবা যুবশক্তি অ্যাসোসিয়েশন পরিচালনায় বেলাকবা হাই স্কুল ময়দানে টুর্নামেন্টের শুভ সূচনা করলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়, এছাড়া উপস্থিত ছিলেন, রাজগঞ্জ আই সি পঙ্কজ সরকার, বেলাকোবা ও.সি. বুদ্ধদেব ঘোষ সহ অন্যান্যরা। টুর্নামেন্টের প্রথম খেলা রাজগঞ্জ ওয়েলফেয়ার বনাম মিলন সমিতি নিমতা কলকাতা, করোনা পরিস্থিতি থাকার কারনে দু বছর বন্ধ ছিল এই জনপ্রীয় ফুটবল টুনামেন্ট, দুবছর বাদে পুনরায় শুরু হল এই ফুটবল টুনামেন্ট, এই ফুটবল টুনামেন্ট ঘিড়ে বেপক উৎসাহ দেখা যায় ফুটবল প্রেমীদের মধ্যে, ফুটবল টুনামেন্ট এ মোট আট টি দল রয়েছে, ফুটবল টুনামেন্ট এ প্রথম খেলায় জয় লাভ করে সেমিফাইনালে পৌঁছে গেল রাজগঞ্জ ওয়েলফেয়ার,