পানিকৌড়ি অঞ্চলের দশ নং বুথের বর্তমান বিজেপি পঞ্চায়েতের তৃনমূল কংগ্রেসে যোগদান রাজগঞ্জ বিধায়ক খগেস্বর রায়ের হাত ধরে। প্রথমে দীপক মণ্ডলের গলায় উত্তরীয় পরিয়ে তাকে স্বাগত জানান বিধায়ক, এর পর তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন দীপক মণ্ডলের হাতে। দীপক মণ্ডলের নেতৃত্বে এদিন বিজেপি ত্যাগ করে প্রায় কয়েকশো জন এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
দীপক মন্ডল জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি বাপি গোস্বামীর সৈরাচারী ব্যাবহারে আমি সহমত নই, এবং তাদের সাথে কাজ করতে আমি অনিচ্ছাকৃত। এমন কি বিজেপি আমাদের অনেক কথা দিয়ে কথা রাখেনি তাই আমি এবং আমার সাথে জড়িত বিজেপি কর্মীদের নিয়ে এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান হলাম।
এবিষয়ে রাজগঞ্জ বিধায়ক জানায় বিজেপি যা কথা দিয়েছিলেন সেইসব কথার কোনো মূল্য রাখেনি, তাই মানুষ বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগদান করেছেন। এতে আমাদের দল আরো মজবুত হবে।