মাটির তলা থেকে বেরচ্ছে অদ্ভুত শব্দ, কিসের শব্দ ধন্দে বিজ্ঞানীরাও - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! মাটির তলা থেকে বেরচ্ছে অদ্ভুত শব্দ, কিসের শব্দ ধন্দে বিজ্ঞানীরাও

মাটির তলা থেকে বেরচ্ছে অদ্ভুত শব্দ, কিসের শব্দ ধন্দে বিজ্ঞানীরাও

মাটির তলা থেকে বেরিয়ে আসছে অদ্ভুত সব শব্দ। শব্দগুলো সকলে শুনতে পাচ্ছেন গত ৬ সেপ্টেম্বর থেকে। কিন্তু এখনও এটা জানা যাচ্ছেনা যে এটা শব্দ কিসের? এদিকে যত শব্দ শোনা যাচ্ছে তত স্থানীয় মানুষজন ভয়ে কাঁটা হয়ে উঠছেন। মাটির তলায় কিছু যে ঘটছে এটা পরিস্কার। কিন্তু ঠিক কি ঘটছে তা অজানা। অনেকেই পরিবার নিয়ে গ্রাম ছাড়ছেন। এই ঘটনা ঘটছে মহারাষ্ট্রের কল্লারি শহরের কাছেই হাসরোই গ্রাম। এই গ্রাম ও গ্রাম সংলগ্ন এলাকাতেই এই শব্দ পাওয়া যাচ্ছে। কেউ মনে করছেন এটা ভূমিকম্পের আগাম ইঙ্গিত। কেউ মনে করছেন তলায় এমন কিছু ঘটছে যা তাঁদের জন্য ভয়ংকর দিন নিয়ে আসতে চলেছে।

Advertisement
close