2023 Madhyamik Test: দেখেনিন মাধ্যমিকের টেস্ট পরীক্ষা কবে? - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, 2023 Madhyamik Test: দেখেনিন মাধ্যমিকের টেস্ট পরীক্ষা কবে?

2023 Madhyamik Test: দেখেনিন মাধ্যমিকের টেস্ট পরীক্ষা কবে?

-----------------------------------
মাধ্যমিক টেস্ট পরীক্ষা কবে হবে?
ছাত্র জীবনের প্রথম যদি কোনো বোর্ডের পরীক্ষা হিসেবে থাকে সেটা হলো মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার আগেই হয়ে মাধ্যমিক টেস্ট পরীক্ষা, জানা গিয়েছে ফেব্রুয়ারি মার্চ নাগাদ হতে চলেছে এবারের ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2023). মাধ্যমিক পরীক্ষার আগে সিলেকশন টেস্ট (Selection Test) বা মাধ্যমিক টেস্ট পরীক্ষা নেওয়ার জন্য কবে থেকে সেই প্রক্রিয়া শুরু করা যেতে পারে সেই বিষয়ে এবার স্পষ্টভাবে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

WBBSE এর বিজ্ঞপ্তি অনুযাযী জানা গিয়েছে, এবার প্রতিটি স্কুল ১৭ নভেম্বর থেকে ৩০ শে নভেম্বরের মধ্যে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিক টেস্ট পরীক্ষা বা সিলেকশন টেস্ট নিয়ে নিতে হবে। আর সেই মতোই কালীপুজো পেরোলেই পরীক্ষা প্রস্তুতির তোরজোর হিসেবে শুরু হয়ে যাবে স্কুল গুলিতে।

শিক্ষা পর্ষদ অনুযায়ী জানা গিয়েছে এবারের কালী মায়ের কালীপুজো বেরোলেই হলেই স্কুলে স্কুলে মেইল পাঠানো হবে। এবং এবছরও মাধ্যমিক টেস্ট পরীক্ষার খাতা সংরক্ষন করতে হবে এছাড়া পরীক্ষার রেজাল্ট এর কপি পর্ষদের কাছে মেইল করতে হবে। ১৭ নভেম্বরের পর থেকেই মাধ্যমিক টেস্ট পরীক্ষা শুরু হবে তড়িঘড়ি। কার্যত নভেম্বর থেকে টেস্ট শুরু হলে আর হাতে সময় নেই শিক্ষার্থীদের। জোরকদমে প্রস্তুতি নিতে হবে পরীক্ষার্থীদের। পর্ষদ সূত্রে জানা গেছে, সঠিক সময়েই হবে পরীক্ষা পাশাপাশি সঠিক সময়েই প্রকাশিত হবে ফল।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close