২৫ অক্টোবরের সূর্যগ্রহণ কখন শুরু হবে? কখন দেখা যাবে? - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, ২৫ অক্টোবরের সূর্যগ্রহণ কখন শুরু হবে? কখন দেখা যাবে?

২৫ অক্টোবরের সূর্যগ্রহণ কখন শুরু হবে? কখন দেখা যাবে?

-----------------------------------
অনুপম রায়, ওয়েবডেস্ক: সূর্যগ্রহণ কখন শুরু হবে? সংবাদ সংস্থা পিটিআই সুত্রে জানা গিয়েছে, আংশিক সূর্যগ্রহণ আইসল্যান্ডে শুরু হবে ভারতীয় সময় দুপুর ২.২৯ মিনিটে এবং সূর্যগ্রহণ শেষ হবে সন্ধ্যে ৬.৩২ মিনিটে। জানা গিয়েছে ভারতে এই সূর্যগ্রহণ বিকেল ৪.২৯ মিনিট নাগাদ দেখা যাবে আর তা শেষ হবে ৫.৪২ মিনিটে। সূর্যগ্রহণের চরম সময় ৫ টা ৩০ মিনিট। ২৫ অক্টোবরের সূর্যগ্রহণ ১ ঘণ্টা ৪৫ মিনিট স্থায়ী হবে। হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, লখনউ, কানপুর, নাগপুর, বিশাখাপত্তনম, পাটনা, ম্যাঙ্গালোর, কোয়েম্বাটুর, উটি, বারাণসী এবং তিরুবনন্তপুরম এক ঘণ্টার কম সময়ে ভারতের একাধিক শহর থেকে এই গ্রহণ দেখা যাবে। এবং জানা গিয়েছে, কলকাতায় এই গ্রহণ ১২ মিনিট দেখা যাবে মাত্র। তবে আকাশ মেঘলা থাকলে এই গ্রহণ দেখা সম্ভব পর নাও হতে পারে। কারণ যেহেতু ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পূর্বভাস রয়েছে, তাই এমন আশঙ্কাও থেকে যাচ্ছে










-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close