কাচের বোতলের বস্তার আড়ালে উদ্ধার হলো ৩০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, কাচের বোতলের বস্তার আড়ালে উদ্ধার হলো ৩০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ

কাচের বোতলের বস্তার আড়ালে উদ্ধার হলো ৩০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ

-----------------------------------
আবারো সাফল্য বেলাকোবা বন বিভাগের (Belakoba Forest Division), এবার কাচের বোতলের বস্তার আড়ালে কাঠ পাচারের আগেই লক্ষাধিক টাকার বার্মাটিক কাঠ (Barmatic wood) উদ্ধার করলেন বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা, গ্রেফতার ২ জন। শুক্রবার সকালে বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালানো হয়। এদিন শুক্রবার ভোরে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের পানিকৌরি (Panikouri of Rajganj) এলাকা থেকে ট্রাক বোঝাই প্রায় ৩০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ উদ্ধার করা হয়। এই ঘটনায় গাড়ির চালক ও সহকারি চালককে গ্রেফতার করা হয়। ধৃতের নাম উপেন্দ্র কুমার জয়সওয়াল ও সন্তোষ সিং। তারা উত্তর প্রদেশ ও কলকাতার বাসিন্দা বলে জানা গেছে। জেরায় জানা যায়, গৌহাটি থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কাঠগুলিকে। বন আধিকারিক রা জানান ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close