সৌভিক দত্ত, জলপাইগুড়ি: রাত সাতটা নাগাদ ঘটনাটি ঘটে বানারহাট থানার চেকপোস্ট সংলগ্ন এলাকায়। বানারহাট থানার অন্তর্গত সাকোয়াঝোরা ১ গ্রাম পঞ্চায়েতের কালুয়া কলোনি এলাকায় একটি প্লাস্টিক বর্জ্য মজুতিকরনের গোডাউনে। ঘটনায় গোডাউনের তিনটি ঘর পুড়ে যায় বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ধূপগুড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। তার আগে বিন্নাগুড়ি সেনা ছাউনি থেকে এসে পৌছায় একটি দমকলের ইঞ্জিন । প্রায় এক ঘন্টার চেষ্টায় পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে। বানারহাট পুলিশ সুত্রে জানা গিয়েছে, কি থেকে আগুন লেগেছে তা এখনো বোঝা যায়নি। তবে পুলিশ তদন্ত করে দেখছে।