ধূপগুড়ির এসটিএস ক্লাবের পুজো উদ্বোধন করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, উদ্বোধন হলো ধূপগুড়ির ব্রুজ খলিফার'ও - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! ধূপগুড়ির এসটিএস ক্লাবের পুজো উদ্বোধন করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, উদ্বোধন হলো ধূপগুড়ির ব্রুজ খলিফার'ও

ধূপগুড়ির এসটিএস ক্লাবের পুজো উদ্বোধন করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, উদ্বোধন হলো ধূপগুড়ির ব্রুজ খলিফার'ও

সৌভিক দত্ত, জলপাইগুড়ি: উত্তরবঙ্গের মধ্যে অন্যতম ধূপগুড়ির শ্যামা পুজো। ধূপগুড়ি এসটিএস ক্লাবের পুজো উদ্বোধন অনুষ্ঠান সোমবার সন্ধ্যায় বেশ জমে উঠেছিল। এবছর সেগুন কাঠের পুজো মণ্ডপ গড়ে তাক লাগিয়ে দিয়েছে এই ক্লাব। আজ রবিবার পুজো উদ্বোধন করেন টলি পাড়ার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাকে দেখার জন্য ভিড় জমান প্রচুর মানুষ। পাশাপাশি উদ্যোক্তারা জানিয়েছেন এবছর এসটিএস ক্লাবের পুজো মণ্ডপ জুড়ে প্রয়াত সঙ্গীতশিল্পীদের শ্রদ্ধা জানাতে থাকবে হোডিং। সদ্য প্রয়াত লতা মঙ্গেশকর, বাপি লাহিড়ী, কেকের মত শিল্পীদের শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ। সুবর্ণ জয়ন্তী বর্ষে বড়ো পুজো আয়োজনের ভাবনা থাকলেও করোনার কারণে সম্ভব হয়নি। করোনার প্রকোপ কাটিয়ে এবছর লক্ষাধিক টাকার সেগুন কাঠের আদলে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ।

উত্তরবঙ্গের মধ্যে বিগ বাজেটের ধুপগুড়ি এসটিএস ক্লাবের শ্যামা পূজাকে কেন্দ্র করে দর্শনার্থীদের মধ্যে একটা আলাদা উন্মাদনা লক্ষ্য করা যায় প্রতি বছর। এবার ৫২ তম বর্ষে এসটিএস ক্লাবের পুজো। আবার সেই উদ্বোধন ফিরে এসেছে এবছর। জলপাইগুড়ির জেলার ঐতিহ্যবাহী শ্যামা পুজো মানেই ধূপগুড়ি, সোশ্যাল মিডিয়ায় এই ট্রেন্ড বরাবরই লক্ষ্য করা যায়। প্রতিবছর ধূপগুড়ির বিভিন্ন ক্লাব গুলি একে অপরকে টেক্কা দিতে মন্ডপ শয্যায় তাক লাগিয়ে দেয়। এবছরও তার ব্যতিক্রম নয়। দুবাইয়ের বুর্জ খলিফার আদলে এবছর শ্যামা পুজোতে ধূপগুড়িতে দেখা মিলবে পুজো মন্ডপের। এবছর ১১০ ফুট উঁচু বুর্জ খলিফার আদলে পুজো মন্ডপ তৈরি করে চমক দিতে চলেছে ধূপগুড়ির নেতাজী পাড়া কালচারাল ক্লাব।

নেতাজী পাড়া কালচারাল ক্লাবের শ্যামা পুজো এবছর ২৭ তম বর্ষে পদার্পণ করল। ক্লাব সদস্যদের দাবি, এবছরের পুজোর বাজেট প্রায় ২০ লক্ষ টাকা। আজ রবিবার ১১০ ফুটের বুর্জ খলিফার দ্বারোদঘাটন করেন বাংলা ধারাবাহিকের অভিনেত্রী সারলী মোদক। বুর্জ খলিফার আদলে পুজো মন্ডপ দর্শন করতে উপচে পড়বে দর্শনার্থীদের ভিড় আশাবাদী নেতাজী পাড়া কালচারাল ক্লাবের সদস্যরা। অন্যদিকে গতকাল হাসপাতাল পাড়া সংঘ ক্লাবের পুজো উদ্বোধন করে যান বাংলা জনপ্রিয় টিভি সিরিয়ালের অভিনেত্রী যমুনা ঢাকি।

Advertisement
close