দিনে ঢুকছে গরুর পাল, রাতে মদের আড্ডা ধূপগুড়ি পুর ময়দানে - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, দিনে ঢুকছে গরুর পাল, রাতে মদের আড্ডা ধূপগুড়ি পুর ময়দানে

দিনে ঢুকছে গরুর পাল, রাতে মদের আড্ডা ধূপগুড়ি পুর ময়দানে

-----------------------------------
সৌভিক দত্ত, ধূপগুড়ি, খবর বঙ্গ: ধূপগুড়িতে খেলার মাঠ নিয়ে অভিযোগ অনেক দিন থেকেই। বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে মেলা করে মাঠ নষ্টের অভিযোগ এখন অতীত। খেলোয়াড়দের নতুন অভিযোগ মাঠের দিকে চোখ বুলিয়ে একটু দেখা সেটা পর্যন্ত ছেড়ে দিয়েছে পুরসভা। একই অভিযোগ মাঠে আসা শহরবাসীর। ধূপগুড়ি শহরের একমাত্র মাঠ বলতেই ধূপগুড়ি পুর ক্রীড়া ময়দান। এখানে সকাল বিকেল যেমন ফুটবল অনুশীলন হয়। তেমনই ক্রিকেট অনুশীলনও চলে। এই মাঠে আসেন ধূপগুড়ি শহর ও লাগোয়া গ্রামের প্রচুর মানুষ। হাঁটা, দৌড়ানো শরীর চর্চা করেন তারা। কোনো খেলা ফুটবল ম্যাচ আয়োজনের কথা ভাবলেই এই একটাই মাঠ। দিন রাত অনুশীলন তারওপর খেলা। ভরসা এই ময়দান। কিন্তু যত্ন কি হচ্ছে সঠিক ভাবে? না হচ্ছে না। বলছে শহরবাসী। বর্তমান পরিস্থিতি মাঠে ঢুকে যাচ্ছে বাজারের গরুর পাল। এবং রাত বাড়লেই কালী পুজোর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। মাঠে বসছে মদের আসর। মল, মূত্র ত্যাগ সব হচ্ছে মাঠে। গেট গুলির অবস্থা খুব খারাপ। ভেঙে পরে আছে। একপাশে নেই প্রাচীর। আবাধে দিনের আলোতেই খেলোয়াড়দের অনুশীলন চলাকালীন ঢুকছে মাঠে গরুর পাল। যে কোন সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ। বাড়ছে মাতালের আড্ডা। সকালে মাঠের আনাচে কানাচে পাওয়া যাচ্ছে মদের কাঁচের বোতল। পুরসভার ভূমিকায় উঠছে প্রশ্ন। মাঠ লাগোয়া রয়েছে ধূপগুড়ি থানা। এই বিষয়টি পুরসভা এবং পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন খেলোয়াড়রা।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close