আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার। লক্ষ্মী ভান্ডার নিয়ে সমস্যা? কন্যাশ্রী কিংবা খাদ্য সাথী নিয়ে সমস্যায় আছেন? তাহলে আর বেশিদিন অপেক্ষার নেই। রাজ্যসরকারের নবান্ন সুত্রে খবর আবার ১ নভেম্বর থেকে ফের শুরু হচ্ছে “দুয়ারে সরকার ক্যাম্প”(Duare Sarkar Camp)। জানা গিয়েছে এবারের দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে ২৫ টি প্রকল্পের সুবিধা দেওয়া হবে। এই বিষয় নিয়ে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। এই নিয়ে পঞ্চমবার রাজ্যে বসাতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। ৩০ নভেম্বর পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প চলবে। দুয়ারে সরকার মাধ্যমে ৫ কোটি ৬০ লক্ষ মানুষজনকে সুবিধা দেওয়া হবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে আগামী ১ নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে দুয়ারে সরকার। গোটা নভেম্বর মাস চলবে এই ক্যাম্প।
দুয়ারে সরকার কবে বসবে?
১ নভেম্বর থেকে ফের শুরু হচ্ছে “দুয়ারে সরকার ক্যাম্প”(Duare Sarkar Camp)।
দেখেনিন এবারের দুয়ারে সরকার কি কি সুবিধা পাওয়া যাবে-খাদ্য সাথী
- স্বাস্থ্য সাথী
- কন্যাশ্রী
- রুপশ্রী
- ঐক্যশ্রী
- জয় জোহার
- তপশিলি বন্ধু
- লক্ষ্মীর ভান্ডার
- জাতিগত শংসা পত্র
- স্টূডেন্ট ক্রেডিট কার্ড
- মৎস্যজীবী ক্রেডিট কার্ড
- ওয়েবার ক্রেডিট কার্ড
- ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্য
- আধার সক্রান্ত তথ্য
- প্রতিবন্ধীদের শংসাপত্র
- জমির মিউটেশন সংক্রান্ত তথ্য
- কৃষির পরিকাঠামোর সংক্রান্ত তথ্য
- স্বনির্ভর গোষ্ঠীগুলির ক্রেডিট লিং
- বিনা মূল্যে সামাজিক সুরক্ষা যোজোনা
- কৃষক বন্ধু কৃষি ও প্রাণী সম্পদ দফতরে কিষাণ ক্রেডিট কার্ড
-----------------------------------