ধূপগুড়ি: সোশ্যাল মিডিয়া একটা মানুষকে ক্ষণিকের মধ্যে যেমন ভাইরাল করে সেলিব্রেটি করে দিতে পারে, ঠিক তার উল্টো দিকও রয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই কাজ নিজে থেকেই হয়না। এর পেছনে রয়েছে অনেক অজানা রহস্য।
আমরা হ্যাকার বলতে সাধারণত দুইটি হ্যাকারের নামই জানি তারমধ্যে রয়েছে একটি ভালো দিক যাদের আমরা "হোয়াইট হেট হ্যাকার" নামে জানি। আবার এর উল্টো দিকটা হলো কুকাজের সাথে জড়িত বলে জেনে থাকি যারা হলেন "ব্ল্যাক হেট হ্যাকার"। আর এর মধ্যেই অভিযোক এবার এক সাংবাদিকের ফেসবুক একাউন্ট হ্যাক। এমনই অভিযোগ করেন ধুপগুড়ির একটি দৈনিক পত্রিকার সাংবাদিক সৌভিক দত্ত। সৌভিক দত্ত জানিয়েছেন বিষয়টি তিনি ধুপগুড়ি থানায় লিখিত ভাবে জানিয়েছেন।
ধূপগুড়ি ব্লকের পূর্ব মল্লিক পাড়ার বাসিন্দা সৌভিক সাংবাদিকতার পাশাপাশি একজন রাজ্য স্তরের ফুটবল রেফারি। তার আরও অভিযোগ বর্তমানে একাউন্টটি অন্য কোন মানুষের নিয়ন্ত্রণে রয়েছে। পরিবর্তন করে দেওয়া হয়েছে প্রোফাইলের নাম ঠিকানা ইত্যাদি। এমনকি মহিলাদের ছবি পোস্ট করা হচ্ছে একাউন্ট থেকে। বিষয়টি সৌভিকের নজরে পড়ে মঙ্গলবার নবমীর রাতে। তারপরই তার চক্ষু চরকগাছ। এভাবে একাউন্ট হ্যাক হওয়ায় বেশ চিন্তার মধ্যে পরে যায় সে। তার প্রোফাইলে থাকা সমস্ত ফটো ডিলিট করে দেওয়া হয়। বুধবার লিখিত আকারে ধুপগুড়ি থানায় অভিযোগ জানায় সংবাদিক সৌভিক দত্ত। এবং সৌভিক আরো জানায় আজ শুক্রবার জলপাইগুড়ি সাইবার থানার দ্বারস্থ হয়েছেন তিনি। সাইবার থানার পুলিশ আশ্বস্ত করেছেন সমস্যা সমাধানের।