Malbazar River Accident: মালবাজারে হড়পা বানে ঘটনায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্য এবং কেন্দ্র সরকার - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! Malbazar River Accident: মালবাজারে হড়পা বানে ঘটনায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্য এবং কেন্দ্র সরকার

Malbazar River Accident: মালবাজারে হড়পা বানে ঘটনায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্য এবং কেন্দ্র সরকার

বিসর্জন চলাকালীন রাত সাড়ে ৮টায় হড়পা বান ব্যাপক আকার নেয়। আর তাতে মুহূর্তে ভেসে যান অসংখ্য মানুষ। ভোর রাত পর্যন্ত ৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। যদিও বেসরকারি মতে মৃতের সংখ্যা ১৬। ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ৪০ জন নদীর মাঝে একটি উঁচু জায়গায় আশ্রয় নিয়েছিল। হাসপাতালে ১৫ জন ভর্তি রয়েছেন। এরা জলে ভেসে আসা পাথরের ধাক্কায় জখম হয়েছেন।
নিহত এবং আহতদের পরিবারের পাশে দাঁড়ালেন কেন্দ্র ও রাজ্য সরকার। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং জখমদের চিকিৎসায় ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেন বৃহস্পতিবার সকালে টুইটে আর্থিক সাহায্যের কথা জানানো হয়।
এদিকে এই ঘটনার শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়'ও। তিনি টুইটে উল্লেখ করেন, এখনও পর্যন্ত ৮ জনের প্রাণহানি হয়েছে। জখম ১৩ জন হাসপাতালে ভরতি। অন্তত ৭০ জন মানুষকে রাতেই উদ্ধার করা সম্ভব হয়েছে। আর কেউ নিখোঁজ নন।
প্রশাসনের তরফে প্রকাশিত তালিকা অনুযায়ী মৃত আটজন হলেন - তপন অধিকারী (৭২), শুভাশিস রাহা (৬৩), রুমুর সাহা (৪২), বিভা দেবী (২৮), সুস্মিতা পোদ্দার (২২), স্বর্ণদেবী অধিকারী (২০), ঊর্মি সাহা (১৩), অংশ পণ্ডিত (৮)।

বিপদগ্রস্তদের সুবিধায় দু'টি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বর দু'টি হল - ০৩৫৬১২৩০৭৮০ এবং ৯০৭৩৯৩৬৮১৫

Advertisement
close