বেলাকোবা গেটবাজার এলাকায় মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু ট্রাক্টার চালকের - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, বেলাকোবা গেটবাজার এলাকায় মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু ট্রাক্টার চালকের

বেলাকোবা গেটবাজার এলাকায় মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু ট্রাক্টার চালকের

-----------------------------------
বেলাকোবা গেটবাজার এলাকায় মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হলো ট্রাক্টার চালকের। সাতসকালে পথ পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয় মালিভিটা (নাউয়া পাড়া)নিবাসী বারীন রায় (৫৯)। ঘটনাটি ঘটে আজ অর্থাৎ রবিবার সকাল সাড়ে ৮ টা নাগাদ জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রামপঞ্চায়েতের অন্তর্গত লালস্কুল সংলগ্ন এলাকায় ডাম্পারকে পাস কাটাতে গিয়ে ট্রাক্টর চালক ট্রাক্টর সহ চলে যায় পুকুরে এবং ট্রাক্টারের নিচে চাপা পড়ে যায় ট্রাক্টার চালক। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে হাজির হন মিলনপল্লী ফাঁড়ির পুলিশ এরপর আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়, এবং সূত্রের খবর তখনই তাকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতাল কৃতপক্ষ।

জানা গিয়েছে এই ঘটনাটির আসল কারণ রাস্তার আকারে অতিরিক্ত ছোটো হওয়ার কারণে এরকম ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। অপরদিকে দীর্ঘদিন ধরে রাস্তা চওড়া করার দাবী জানিয়ে প্রশাসনের কাছে আর্জি জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। এর পাশাপাশি এদিন ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পরই পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে শুরু হয় তর্ক-বিতর্ক যা পরবর্তীতে হাতাহাতির রুপ নেয়।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close