ইতালিতে কিকবক্সিং খেলায় ব্রোঞ্জ পদক জয়ী প্রিয়াঙ্কাকে সংবর্ধনা প্রদান বিধায়কের - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, ইতালিতে কিকবক্সিং খেলায় ব্রোঞ্জ পদক জয়ী প্রিয়াঙ্কাকে সংবর্ধনা প্রদান বিধায়কের

ইতালিতে কিকবক্সিং খেলায় ব্রোঞ্জ পদক জয়ী প্রিয়াঙ্কাকে সংবর্ধনা প্রদান বিধায়কের

-----------------------------------
ইতালিতে কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ (Kickboxing) প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয়ী রাজগঞ্জের প্রিয়াঙ্কা রায়কে সংবর্ধনা জানালেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। বৃহস্পতিবার রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় (Rajganj MLA Khageswar Roy) , তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি ও বেলাকোবা ফাঁড়ির ওসি বুদ্ধদেব ঘোষ প্রিয়াঙ্কাকে সংবর্ধনা জানান।পাশাপাশি প্রিয়াঙ্কাকে আর্থিক সাহায্যও করেন রাজগঞ্জ বিধানসভার বিধায়ক খগেশ্বর রায়। রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের চান্দারবাড়ি গ্রামের নৌজেন রায়ের মেয়ে প্রিয়াঙ্কা রায়। গত ৩০ সেপ্টেম্বর ইতালির উদ্দেশ্যে রওনা দেয় প্রিয়াঙ্কা।

সেখানে আয়োজিত ওয়ার্ল্ড চিল্ড্রেন ক্যাডেট এন্ড জুনিয়র কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে প্রিয়াঙ্কা।প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ জয় (Bronze win) করে। এর আগেও রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পদক জয় করেছে প্রিয়াঙ্কা।তার এই সাফল্যে খুশি পরিবার সহ এলাকার বাসিন্দারা। এদিন বিধায়ক খগেশ্বর রায় জানান, আমাদের রাজগঞ্জের মেয়ে প্রিয়াঙ্কা রায় (Priyanka Roy) ইতালিতে খেলতে গিয়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে ব্রোঞ্জ পদক জয় করেছে। আমরা খুব গর্বিত। আজ তাকে ফুল, মিষ্টি ও কিছু আর্থিক সহায়তা করা হল আগামীতে প্রিয়াঙ্কাকে সবরকমভাবে সাহায্যে এগিয়ে আসবো।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close