দুই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, ওদলাবাড়ি-ক্রান্তি মোড় রাজ্য সড়কের ধনতলা বাজার সংলগ্ন পলাশ মোড় এলাকায়। সূত্রের খবর, এদিন সকালে ময়নাগুড়ি থেকে একটি ডাম্পার ওদলাবাড়ির দিকে যাচ্ছিল ঠিক তখনই অন্যদিকে ওদলাবাড়ি থেকে অন্য একটি ডাম্পার দ্রুত গতিতে আসছিল। পলাশ মোড়ে দুটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় দুমড়ে মুচড়ে যায় ডাম্পারগুদুটির সামনের অংশ। গাড়ির ভিতরেই আটকে পড়েন গাড়ির চালক। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ক্রান্তি ফাঁড়ির পুলিশ ও ময়নাগুড়ি থেকে দমকল কর্মীরা। গ্যাসকাটার দিয়ে ডাম্পারটির কিছুটা অংশ কেটে বের করা হয় চালককে। তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। গাড়ি দুটিকে উদ্ধার করে, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।