আবারও কুসংস্কারের বলি হতে হলো সাপে কামড়ানো শিশুকে - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! আবারও কুসংস্কারের বলি হতে হলো সাপে কামড়ানো শিশুকে

আবারও কুসংস্কারের বলি হতে হলো সাপে কামড়ানো শিশুকে

আবারও কুসংস্কারের বলি হতে হলো এক নাবালকে। জানা গিয়েছে মামার বাড়িতে বেড়াতে এসে কালী পুজো উপলক্ষে পাহাড় বানানো‌র সময় বিষাক্ত সাপের ছোবল, ওঝার বুজরুকিতে কেটে যায় সময়, মৃত্যু নাবালকের। দীপাবলির দিনে এমন এক মর্মান্তিক ঘটনা ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের বক্সিপাড়া সংলগ্ন জোড়া কদম এলাকায়। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। জানা গেছে মৃত নাবালকের বাড়ি জলপাইগুড়ি‌র সদর ব্লকের গড়ালবাড়ি এলাকায়। পুজোর ছুটিতে পরিবারের সদস্যদের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। স্থানীয় বাসিন্দা‌রা জানায়, শিশুদের সঙ্গে বাড়িতে মাটি দিয়ে পাহাড় তৈরি করছিল সে। ওই সময় একটি বিষধর সাপ কামড়ে দেয় তাকে। গুরুতর অসুস্থ অবস্থায় তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে এলাকার এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে অনেক সময় নষ্ট হলেও কাজের কাজ কিছুই হয়নি। অসুস্থ নাবালকের শারীরিক অবস্থা আরও খারাপ হয়। এরপর জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এনে কোনও ফল হয়নি। চিকিৎসকদের সব প্রচেষ্টায় ব্যর্থ হয়। মৃত্যুর কোলে ঢোলে পড়ে বছর দশের ছোট্ট মহম্মদ আজমীর হুসেন। ওঝার বুজরুকির কারণে সময় নষ্ট হ‌ওয়া‌য় ছেলেটি‌র মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনাটি নিয়ে সরব হয়েছেন গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহজাহান আলম। জেলার ডেপুটি সিএমওএইচ (টু) মৃদুল ঘোষ জানান, বহুবার সচেতনতা শিবির চালানো হয়, কিন্তু তারপরও এ ধরনের ঘটনা হতাশাজনক।

Advertisement
close