পুজোর আনন্দে নতুন আকর্ষণ টয় ট্রেনের ভিস্টা ডোম পরিষেবা চালু - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, পুজোর আনন্দে নতুন আকর্ষণ টয় ট্রেনের ভিস্টা ডোম পরিষেবা চালু

পুজোর আনন্দে নতুন আকর্ষণ টয় ট্রেনের ভিস্টা ডোম পরিষেবা চালু

-----------------------------------
প্রত্যাশামতোই পর্যটকদের পুজোর দিনগুলিতে প্রকৃতির মাঝে আনন্দ নেওয়ার জন্য চালু হয়েছে এসি ভিস্তা ডোম টয়ট্রেন পরিষেবা। সপ্তাহে তিনদিন নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং চলবে এই ট্রেনটি। আবার একই ভাবে সপ্তাহে তিনদিন দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি আসবে ট্রেনটি। উল্লেখ করা যেতে পারে যে এর আগে ডুয়ার্সে ভিস্তা ডোম কোচ জনপ্রিয় হয়েছে। পুজোর ছুটিতে প্রকৃতির আনন্দ নিতে পারে সেই লক্ষ্যে এই ট্রেন পরিষেবার সূচনা করেছে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেল জেনারেল ম্যানেজার অনশুল গুপ্তা।উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার অনশুল গুপ্তা বলেন, “পর্যটকদের আকর্ষণ বাড়াতেই আমাদের এই ব্যবস্থা। আগামীতে আরও নতুন নতুন পদক্ষেপ করা হবে।”এই ভিস্টা ডোম টয় ট্রেনের মধ্যে রয়েছে এসি এবং পান্ট্রি কার পরিষেবা।

এই রাজ্যের ইকো ট্যুরিজম ডেভেলপমেন্ট কমিটির সম্পাদক সম্রাট সান্যাল আশা প্রকাশ করে বলেছেন, “খুবই আরামদায়ক যাত্রা হবে। আর ভিস্তা ডোম কোচ হওয়ায় আমরা প্রকৃতির অমোঘ রূপ পরিদর্শন করতে করতে যেতে পারব।” প্রসঙ্গত, এই টয়ট্রেনের এসি ভিস্তা ডোম কোচের ভাড়া মাথাপিছু ১ হাজার ৫০০ টাকা ও রেস্তোরা কোচের ভাড়া মাথাপিছু ১ হাজার ৩০০ টাকা। ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে সপ্তাহে তিনদিন সোমবার, বুধবার ও শনিবার ছাড়বে। ফের দার্জিলিং থেকে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ছাড়বে বলে জানা গিয়েছে।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close