জাতীয় স্তরে অ্যাথলেটিক মিটে সোনা জিতলো জলপাইগুড়ির অষ্টম শ্রেণীর অনির্বাণ অধিকারী - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, জাতীয় স্তরে অ্যাথলেটিক মিটে সোনা জিতলো জলপাইগুড়ির অষ্টম শ্রেণীর অনির্বাণ অধিকারী

জাতীয় স্তরে অ্যাথলেটিক মিটে সোনা জিতলো জলপাইগুড়ির অষ্টম শ্রেণীর অনির্বাণ অধিকারী

-----------------------------------
জাতীয় স্তরে অ্যাথলেটিক মিটে সোনা জিতে জলপাইগুড়ির নাম রাখলেন বোলবারি নীলকান্ত পাল হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র অনির্বাণ অধিকারী। প্রত্যন্ত গ্রাম্য এলাকার ছেলে অনির্বাণ। অনির্বাণের বাবা কমল অধিকারী পেশায় দিনমজুর, মা মিনতি অধিকারী গৃহ কাজ করেন। এই খবর এলাকায় ছড়িয়ে যাওয়াতেই বোলবাড়ি এলাকা আনন্দে ভাসছে। অনির্বাণের বাড়িতে অনেক লোকজন আসছেন, মিষ্টি খাওয়াচ্ছেন অনির্বাণের সাফল্যের জন্য। সোনা জয়ী অনির্বাণ জানিয়েছেন , চলতি বছরে ঝাড়খন্ডে অনুষ্ঠিত ইস্ট জোন মিটে তৃতীয় স্থান অধিকার করেছিল সে। এরপর ৩৭ তম জাতীয় মিটে অংশগ্রহণ করার ছাড়পত্র পায়। আসামের গুয়াহাটিতে আয়োজিত জাতীয় জুনিয়র অ্যাথলেটিক মিটে ট্রায়াথলন বিভাগে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে অনুর্ধ ১৪ বালক বিভাগে স্বর্ণপদক অর্জন করে সে। বাবা কমল অধিকারী ও মিনতি অধিকারী আনন্দে দুই চোখে জল পড়া অবস্থায় বললেন, ছোটবেলা থেকেই তাদের ছেলে অনির্বাণ খেলাধুলার প্রতি খুবই আগ্রহী এবং বিদ্যালয়ের শিক্ষক রাজিব ভট্টাচার্য অনির্বাণ যে খেলাধুলায় আগ্রহী সে বিষয়ে তাদের জানিয়ে ছিলেন এবং বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষকের অগ্রণী ভূমিকায় আজকে তাদের ছেলের এই সাফল্য। বিদ্যালয় ক্রীড়া শিক্ষক রাজিব ভট্টাচার্য জানালেন, অনির্বাণ খেলাধুলার প্রতি খুবই আগ্রহী। কঠোর অনুশীলন এবং অদম্য জেদ অনির্বাণের সাফল্যের মূল চাবিকাঠি। আগামী দিনে ভালো সফলতা অর্জন করবে এই কামনা তিনি করেন। এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা ময়নাগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় অনির্বাণের সাফল্যে আনন্দিত। তিনি অনির্বাণকে সংবর্ধনা দিলেন এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পরিশেষে অনির্বাণ জানায়, আগামী দিনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চায় সে, আর এখন সেটাই তার লক্ষ্য।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close