এ কেমন ঘটনা? ঘটনাটির কথা শুনলেই কেমন গা কেপে ওঠে, এমনই ভয়ানক ঘটনা দেখা গেলো রাজগঞ্জের ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের চতুরাগছ খাটাল বস্তিতে। স্থানীয় সূত্রের জানা গিয়েছে বাড়ির শৌচালয় থেকে এক মহিলার গলার নলি কাটা দেহ উদ্ধার হয়, ঘটনা ঘিরে বিশাল এক চাঞ্চল্যকর পরিস্থিতি। জানা গিয়েছে মৃতার নাম রিয়া বিশ্বাস বয়স ২৮, মৃতার স্বামীর নাম অমিয় বিশ্বাস বয়স ৩২। স্থানীয় সূত্র অনুযায়ী খবর, খাটালবস্তিতে বাড়িতে স্বামী অমিও বিশ্বাস তার স্ত্রী রিয়া ও তাদের পাঁচ বছরের ছেলেকে নিয়ে থাকতেন। অমিও কাঠমিস্ত্রির কাজ করেই দিন কাটাতেন। কালীপুজোর পর অমিওর ভাই বাড়িতে আসে। এরপর গত রবিবার মাকে আনতে যাবে বলে দুই ভাই নদীয়ার উদ্দেশ্যে যায়। মঙ্গলবার ভোরে শিশুটির কান্না শুনতে পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা।
শিশুটি জানায় তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর প্রতিবেশীরা খুঁজতে গিয়ে দেখেন বাড়ির শৌচালয়ের মধ্যে রিয়ার গলার নলি কাটা রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ, এসিপি ইস্ট শুভেন্দ্র কুমার ও গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায় জানান, খুব দুঃখজনক ঘটনা। পুলিশ তাদের মতো তদন্ত করছে। আসল ঘটনা নিশ্চয়ই বেরিয়ে আসবে।