এদিন জলপাইগুড়ি পুরসভার দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে পুর দপ্তর ঘেরাও করল বিজেপি নেতা কর্মীরা। বুধবার দুপুরে বিশাল মিছিল করে জলপাইগুড়ি পুরসভা ভবনের সামনে এসে বিক্ষোভ দেখতে দেখা দিলো তাদের। পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে এই বিক্ষোভের জেরে এদিন উত্তাল হয়ে ওঠে জলপাইগুড়ি পুর দপ্তর। অভিযোগ, শহরের পুর এলাকায় জঞ্জাল সাফাই হচ্ছে না। পুরসভার বিভিন্ন কাজের টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু করে সব ক্ষেত্রেই অনিয়ম চলছে। বৃদ্ধ ভাতা নিয়েও দলবাজি করা হচ্ছে পুরসভায়। পাশাপাশি বিভিন্ন কাজেও অনিয়ম চলছে বলে অভিযোগ বিজেপির। আন্দোলনে অংশ নেন বিজেপি যুব মোর্চার জলপাইগুড়ি জেলা সভাপতি পলেন ঘোষ সহ অন্যান্য নেতা কর্মীরা। জলপাইগুড়ি পুরসভার নাগরিক পরিসেবা সহ বিভিন্ন বিষয়ে দুর্নীতির অভিযোগ তুলে পুরসভা দপ্তর ঘেরাও অভিযান করে বিক্ষোভ দেখান তারা। এই নিয়েই শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিজেপি নেতা কর্মীরা। অভিযোগ, জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষ নাগরিক পরিসেবা দিতে ব্যর্থ। জলনিকাশি ব্যবস্থা, রাস্তা সংস্কার, সরকারি আবাস যোজনা সহ একাধিক দাবি নিয়ে পুর কতৃপক্ষের কাছে একটি দাবিপত্র পেশ করা হয় এদিন।