ঠিকঠাক পরিষেবা নেই, দুর্নীতির আখাড়ায় পরিণত হয়েছে জলপাইগুড়ি পৌরসভা। ২৫ শে নভেম্বর অভিযানে ডাক দিলো সিপিআইএম। বুধবার এক সাংবাদিক সম্মেলন করা এমনটাই জানালেন জলপাইগুড়ি শহরের অন্যতম সিপিএম নেতা বিপুল স্যানাল। সাংবাদিক সম্মেলনে বিপুল বাবু পৌরসভা প্রসঙ্গে বলেন, ওটা একটি দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে পাশাপাশি দুর্নীতির আখাড়া। সিপিএম দল নাগরিক পরিষেবা, দুর্নীতির জবাব চাইতে সাধারণ মানুষেকে নিয়ে আগামী ২৫ শে নভেম্বর জলপাইগুড়ি পৌরসভা অভিযান করবে।