খবর বঙ্গ, জলপাইগুড়ি, ১৭ নভেম্বর: হস্তী শাবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বানারহাটের চুনাভাটি এলাকায়। জানা গিয়েছে এদিন বানারহাট ব্লকের চুনাভাটি চা বাগানের ফ্যাক্টরির পিছনে একটি এক বছরের হস্তী শাবকের মৃতদেহ উদ্ধার করে বনদপ্তরের কর্মীরা। সূত্রের খবর রোজ দিনের মতো শ্রমিকরা এদিনও কাজে যোগ দিতে গেলে ফ্যাক্টরির পিছনে চা বাগানের ধারে দেখতে পান হস্তী শাবকের মৃতদেহ। তৎক্ষণাৎ ঘটনার খবর দেওয়া হয় বনদপ্তরের কর্মীদের। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের কর্মীরা। তারা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গরুমারা প্রকৃতি পর্যটন ক্ষেত্রে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। তবে কি কারনে হস্তি শাবকের মৃত্যু হল তা কিন্তু এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ বলে বনদপ্তর সূত্রে খবর