জঙ্গলে ঘাস কাটতে গিয়ে হাতির হানায় মৃত ২ মহিলা, আহত ১ - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, জঙ্গলে ঘাস কাটতে গিয়ে হাতির হানায় মৃত ২ মহিলা, আহত ১

জঙ্গলে ঘাস কাটতে গিয়ে হাতির হানায় মৃত ২ মহিলা, আহত ১

-----------------------------------
জঙ্গলে ঘাস কাটতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল দুই মহিলার। ঘটনায় গুরুতর জখম হয়েছে আরও এক মহিলা। ঘটনা ঘিরে শোকের ছায়া বাগডোগরার সেন্ট্রাল বস্তি এলাকায়। মৃতদের নাম সাবিত্রী সুব্বা (৪৮) ও দেবী তামাং(৫৫) এবং আহতের নাম আহত গীতা সুব্বা (৪৫)। জানা গিয়েছে এদিন সোমবার দুপুরে পাঁচ-ছয়জন মহিলা বাড়ির গবাদি পশুদের জন্য বাগডোগরা জঙ্গলে ঘাস কাটতে যান। সেখানেই একটি দাঁতাল হাতির মুখে পড়ে তারা। হাতির আক্রমণে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাবিত্রী সুব্বা ও দেবী তামাং এর।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close