India vs England: T20 বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! India vs England: T20 বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড

India vs England: T20 বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড

ভারতের ৬ উইকেটে ১৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৬ ওভারে বিনা উইকেটে ১৭০ রান তুলে ম্যাচ জিতে যায়। ২৪ বল বাকি থাকতে ১০ উইকেটের বড় জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ইংল্যান্ড। শামির ওভারে ১৪ রান ওঠে। ১টি চার মারেন হেলস। ১টি ছক্কা হাঁকান বাটলার। হেলস ৪৭ বলে ৮৬ রান করে অপরাজিত থাকেন। তিনি ৪টি চার ও ৭টি ছক্কা মারেন। বাটলার ৪৯ বলে ৮০ রান করে নট-আউট থাকেন। তিনি ৯টি চার ও ৩টি ছক্কা মারেন। শামি ৩ ওভারে ৩৯ রান খরচ করেন।
১২তম ওভারে রবিচন্দ্রন অশ্বিন ১৫ রান খরচ করেন। ১টি চার ও ১টি ছক্কা মারেন হেলস। ১২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইরেটে ১২৩ রান। ৪০ বলে ৭৭ রান করেছেন অ্যালেক্স হেলস। তিনি ৩টি চার ও ৭টি ছক্কা মারেছেন। ৩২ বলে ৪২ রান করেছেন বাটলার। তিনি ৬টি চার মেরেছেন। অশ্বিন ২ ওভারে ২৭ রান খরচ করেছেন। 10 Nov 2022, 04:15:41 PM IST
নবম ওভারে বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। তাঁর প্রথম ওভারে ৭ রান ওঠে। ৯ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৯১ রান। হেলস ৫১ ও বাটলার ৩৬ রানে ব্যাট করছেন। 10 Nov 2022, 04:02:02 PM IST
১টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অ্যালেক্স হেলস। 10 Nov 2022, 03:54:03 PM IST
সপ্তম ওভারে বল করতে আসেন রবিচন্দ্রন অশ্বিন। ১টি ছক্কা মারেন হেলস। ওভারে মোট ১২ রান ওঠে। ৭ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৭৫ রান। বাটলার ২৯ ও হেলস ৪২ রানে ব্যাট করছেন। 10 Nov 2022, 03:50:30 PM IST
পাওয়ার প্লে-র ৬ ওভারে ইংল্যান্ড কোনও উইকেট না হারিয়ে ৬৩ রান সংগ্রহ করেছে। অক্ষর প্যাটেলের বলে ১টি ছক্কা মারেন হেলস। ১টি চার মারেন বাটলার। ওভারে মোট ১১ রান ওঠে। বাটলার ১৭ বলে ২৮ রান করেছেন। মেরেছেন ৬টি চার। হেলস ১৯ বলে ৩৩ রান করেছেন। তিনি ১টি চার ও ৩টি ছক্কা মেরেছেন। অক্ষর ২ ওভারে ১৯ রান খরচ করেছেন।
10 Nov 2022, 03:44 PM IST
 ৫ ওভারেই দলগত ৫০ রানের গণ্ডি টপকে গেল ইংল্যান্ড। মহম্মদ শামির বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন অ্যালেক্স হেলস। ওভারে মোট ১১ রান ওঠে। ৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৫২ রান। বাটলার ২৪ ও হেলস ২৬ রানে ব্যাট করছেন। 10 Nov 2022, 03:42 PM IST
অক্ষরের ওভারে ৮ রান, চতুর্থ ওভারে বল করতে আসেন অক্ষর প্যাটেল। প্রথম বলেই চার মারেন বাটলার। 10 Nov 2022, 03:38 PM IST

তৃতীয় ওভারে ভুবনেশ্বর কুমার ১২ রান খরচ করেন। পঞ্চম বলে ছক্কা মারেন হেলস। ৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৩৩ রান। বাটলার ১১ বলে ১৮ রান করেছেন। ৭ বলে ১৩ রান করেছেন অ্যালেক্স হেলস। ভুবি ২ ওভারে ২৫ রান খরচ করেছেন। 10 Nov 2022, 03:34 PM IST
India vs England Live Score, IND vs ENG Live Match | Live Cricket Score, India vs England Live Score, INDIA vs ENGLAND Live 2nd Semi-final t20 World Cup 2022 | IND vs ENG Live Match | Live Cricket Score

Advertisement
close