Maynaguri: মৃত্যুর আগে কান্নায় ভিডিও বানিয়ে আত্মঘাতী প্রেমিক - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! Maynaguri: মৃত্যুর আগে কান্নায় ভিডিও বানিয়ে আত্মঘাতী প্রেমিক

Maynaguri: মৃত্যুর আগে কান্নায় ভিডিও বানিয়ে আত্মঘাতী প্রেমিক

মৃত্যুর আগে ভিডিও বানিয়ে আত্মঘাতী প্রেমিক প্রেমিক প্রেমিকার গোপন ভিডিও ফাঁস হওয়ায় কারণে। গত বুধবার নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো বছর কুড়ির যুবক অসীম অধিকারী। সূত্রের খবর প্রেমিক প্রেমিকার গোপন ভিডিও মোবাইল থেকে ছড়িয়ে পড়ায় হীনমন্যতায় ভুগেছিল প্রেমিক। জানা গিয়েছে, আমগুড়ি এলাকার এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল অসীমের। অবশেষে আত্মহত্যার পথ বেছে নিয়ে আত্মঘাতী হলো প্রেমিক। ময়নাগুড়ি ব্লকের চুরা ভান্ডার এলাকায়। কিছু গোপন ভিডিও কোন কারণে তার বন্ধুদের হাতে চলে যায়। কালীপুজোর আগে সেই ভিডিও ক্রমশ ভাইরাল হতেই ভুগতে থাকে প্রেমিক অসীম। অবশেষে বুধবার সন্ধ্যায় নিজের ঘরেই আত্মঘাতী হয় সে। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর মৃতদেহ বাড়ি নিয়ে যায় মৃতের পরিবার। মৃত্যুর আগে মোবাইল ফোনে ভিডিও করে সেই সমস্ত বন্ধুদের নাম উল্লেখ করে কান্নায় ভেঙে পড়েছিল। এমনকি তার বাবাকে তাদের কঠোর শাস্তির দাবি তোলেন সেই যুবক। সেই মোতাবেক ময়নাগুড়ি থানায় ওই এলাকার চার যুবকের নামে অভিযোগ জমা করেন মৃত অসীমের বাবা প্রফুল্ল অধিকারী। ময়নাগুড়ি থানা সূত্রে জানা গিয়েছে, চারজনের মধ্যে তিনজন যুবককে আটক করা হয়েছে। নির্দিষ্ট মামলায় তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। ময়নাগুড়ি থেকে কনক অধিকারী রিপোর্ট

Advertisement
close