রাজগঞ্জের দুই এলাকায় চললো হাতির তাণ্ডব, প্রাণে বাঁচলেন পরিবার - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, রাজগঞ্জের দুই এলাকায় চললো হাতির তাণ্ডব, প্রাণে বাঁচলেন পরিবার

রাজগঞ্জের দুই এলাকায় চললো হাতির তাণ্ডব, প্রাণে বাঁচলেন পরিবার

-----------------------------------
অনুপম রায়, রাজগঞ্জ: সারারাত ধরে দাপিয়ে বেড়াল হাতি! রাতভর রাজগঞ্জ ব্লকের দু-জায়গায় হাতির তান্ডপ। শিকারপুর অঞ্চলের কাজী পাড়া এবং ফটিংগা লাইন এলাকায় বাড়িঘর ভেঙে দিল হাতির দল। জানা গিয়েছে শুক্রবার রাত্রি দেড়টা নাগাদ দু-তিনটি হাতি এসে বাড়িঘর ভেঙ্গে দিয়ে যায়, যদিও এই ঘটনায় প্রাণহানির কোন ঘটনা ঘটেনি। শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন বেলাকোবা পুলিশ ফাঁড়ির ওসি বুদ্ধদেব ঘোষ। মাঝরাতে হাতির হামলা ভেঙ্গে গেল বাড়ি তিনটি ঘর কোনরকমে প্রাণে রক্ষা পেলেন বাসিন্দারা। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের শিকারপুর অঞ্চলের কাজী পাড়া এলাকার ঘটনা।জানা গিয়েছে শুক্রবার মধ্যরাতে দুটি হাতি লোকালয়ে আসে।

স্থানীয় বাসিন্দা মিঠু ওরাও এর বাড়ি ভাঙচুর করে। ওই বাড়িতে ৭ জন থাকেন ঘটনার সময় কোনমতে বাড়ি থেকে পালিয়ে রক্ষা পেয়েছেন তারা। তবে ঘরবাড়ি ও জিনিসপত্র ভাঙচুর করায় পরিবারটির প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান বাড়ির মালিক মিঠু ওরাও। এমত অবস্থায় তারা কোথায় যাবে কিভাবে থাকবে বাড়িতে তা নিয়ে ভেবে উঠতে পারছেন না। ঘরে যা চাল ডাল ছিল সব হাতিতে খেয়ে গেছে, রান্নার বাসনপত্র উনান ভেঙে দিয়ে চলে গেছে।শুক্রবার রাতের ঘটনার পর শনিবার ঘটনাস্থলে পৌঁছায় বনকর্মীরা। কদিন আগেই এলাকায় হাতির হানায় মৃত্যু হয়েছিল কয়েকজনের বলে অভিযোগ। এরপর শুক্রবার মধ্যরাতে আবারো হাতের হামলায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close