চ্যাম্পিয়ন টিমের হাতে পুরস্কার তুলে দিচ্ছে রামমোহন রায় - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, চ্যাম্পিয়ন টিমের হাতে পুরস্কার তুলে দিচ্ছে রামমোহন রায়

চ্যাম্পিয়ন টিমের হাতে পুরস্কার তুলে দিচ্ছে রামমোহন রায়

-----------------------------------
সৌভিক দত্ত, ধূপগুড়ি: পূর্ব মল্লিক পাড়া প্লেয়ার্স ইউনিট পরিচালিত গত ১২ই নভেম্বর শনিবার থেকে শুরু হয়েছিল ইউপিএল কোম্পানি তৃতীয় বর্ষ নক আউট ফুটবল টুর্নামেন্ট ২০২২। বারো দলীয় এই ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছিল গাজোলডোবা, ময়নাগুড়ি, এথেলবাড়ী, হলদিবাড়ি চা বাগান, গয়েরকাঁটা রিডিং ক্লাবের মতো ফুটবল দল। এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয় ১৫ ই নভেম্বর মঙ্গলবার। ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল ডিমডিমা এবং আয়োজক দল পূর্ব মল্লিক পাড়া প্লেয়ার্স ইউনিট। ৩-১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় ডিমডিমা এফসি।

ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ডিমডিমা দলের আমরিকা খারিয়া, সেরা গোল রক্ষক তাদেরই দলের। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন আয়োজক দলের শুভম রায়, সর্বোচ্চ গোলদাতা একই দলের দেবজিৎ রায়। পাশাপাশি এদিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাম মোহন রায়। স্থানীয় পঞ্চায়েত সদস্য রঞ্জু নাথ রায় সহ প্রাক্তন খেলোয়াড় ধীরেন্দ্র নাথ রায়। এছাড়াও সদ্য ইস্টবেঙ্গল জুনিয়র দলে সুযোগ পাওয়া দেবজিৎ রায় এবং জাতীয় রেফারি একাডেমি সদস্য সৌভিক দত্তকে সংবর্ধনা দেওয়া হয়। টুর্নামেন্ট উদ্যোক্তা কমিটির প্রধান সৌভিক দত্ত বলেন রামমোহন দা যেভাবে আমাদের কথা রেখে ফাইনালে উপস্থিত হয়েছেন আমরা সত্যি গর্বিত।

পাশাপাশি গ্রামবাসী সকলে যেভাবে পাশে ছিল তাই আমরা এতো ভালো একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি। তিনি ইউপিএল কোম্পানিকেও ধন্যবাদ জানিয়েছেন। চ্যাম্পিয়ন দল পেয়েছে ধীরেন্দ্র নাথ রায় স্মৃতি ট্রফি এবং নগদ বারো হাজার টাকা। রানার্স রামনাথ মল্লিক স্মৃতি ট্রফি এবং আট হাজার টাকা নগদ। ফাইনালের সেরা খেলোয়াড়ের হাতেও ট্রফি সহ নগদ এক হাজার টাকা তুলে দেওয়া হয়।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close