তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও সকলের কাছে পরিচিত। বাঙ্গালীর প্রতিটি ঘরে ঘরে খুব ধুমধাম করে পালিত হয় সরস্বতী পুজো। বিদ্যা, জ্ঞান এবং সঙ্গীতের দেবী মা সরস্বতীর পুজো হয় মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে। সরস্বতী পুজোতে মেতে ওঠে প্রতি ছাত্র ছাত্রীরা। এবং এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে স্কুল জীবনের ছাত্র ছাত্রীদের অন্যরকম একটি বিশেষ মুহূর্ত থাকে। সকাল থেকেই উপোস থেকে সকলে বাগ্দেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন। বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে। আর সেই সরস্বতী পূজো ২০২৩ এর কবে সেটাই আমরা দেখবো। এবং সঙ্গে মায়ের প্রণাম করার অঞ্জলী দেওয়ার মন্ত্র শিখে নেবো।
Saraswati Puja 2023 date and time 2023 সালের সরস্বতী পুজোর তারিখ :
26 জানুয়ারি 2023.বার : বৃহস্পতিবার।পঞ্চমী তিথি শুরু - 25 জানুয়ারি 2023, 12:34 PM.পঞ্চমী তিথি শেষ - 26 জানুয়ারি, 2023, 10:28 AM.
চলুন দেখে আসি মায়ের মন্ত্র। সরস্বতীর প্রণাম মন্ত্র (Saraswati Pranam Mantra in Bengali)
নমো সরস্বতী মহাভাগে
বিদ্যে কমললোচনে,
বিশ্বরূপে বিশালাক্ষ্মী
বিদ্যাংদেহী নমোহস্তুতে।
জয়জয় দেবী চরাচর সারে
কুচযুগশোভিত মুক্তাহারে,
বীনারঞ্জিত পুস্তক হস্তে
ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।
সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র (Saraswati Pushpanjali Mantra)
ওঁ জয়জয় দেবী চরাচর সারে
কুচযুগশোভিত মুক্তাহারে,
বীনারঞ্জিত পুস্তক হস্তে
ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
নমঃ ভদ্রকাল্যৈ নমো নিত্যং
সরস্বত্যৈ নমো নমঃ।
বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্হানেভ্য এব চ।
এষ স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।
সরস্বতীর গায়েত্রী মন্ত্র (Saraswati Gayetri Mantra)
বাগ্দেব্যৈ বিদ্মহে কামরাজায় ধীমহি।
তন্নো দেবী প্রচোদয়াৎ।।
সরস্বতীর স্তব মন্ত্র (Saraswati Stavan Mantra)
শ্বেতপদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা
শ্বেতাম্ভরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা
শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চ্চিতা।
শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারবভূষিতা।
বন্দিতা সিদ্ধগন্ধর্ব্বৈর্চ্চিতা দেবদানবৈঃ
পূঝিতা মুনিভি: সর্ব্বৈঋষিভিঃ স্তূয়তে সদা
স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম্।
যে স্মরতি ত্রিসন্ধ্যায়ং সর্ব্বাং বিদ্যাং লভন্তি তে।।