মিরাক্যাল, মানুষের ভালোবাসায় সুস্থের পথে ফাইটার ঐন্দ্রিলা - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, মিরাক্যাল, মানুষের ভালোবাসায় সুস্থের পথে ফাইটার ঐন্দ্রিলা

মিরাক্যাল, মানুষের ভালোবাসায় সুস্থের পথে ফাইটার ঐন্দ্রিলা

-----------------------------------
এদিন শুক্রবার প্রায় রাত তখন ১২টা, হিসেব মতো শনিবারই বলা চলে, ফেসবুকের মাধ্যমেই সব্যসাচী জানাচ্ছেন ভেন্টিলেশন সাপোর্ট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন ঐন্দ্রিলা শর্মা। এই মুহূর্তে ঐন্দ্রিলা একপ্রকার সাপোর্ট ছাড়াই রয়েছেন বলেও ফেইসবুকের পোস্টে লিখেছেন তিনি। আর ঐন্দ্রিলার চিকিৎসা খরচ অরিজিৎ সিংয়ের বহন করা নিয়ে যে খবর রটেছে, সেবিষয়েও সব্যসাচী জানিয়েছেন, এখনও পর্যন্ত কারোর সাহায্য ছাড়াই ঐন্দ্রিলার পরিবারই তাঁর চিকিৎসা খরচ চালাচ্ছে। তবে হ্যাঁ, ঐন্দ্রিলার চিকিৎসার বিষয়ে অরিজিৎ সিং-এর সঙ্গে তাঁর নানান আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সব্যসাচী।

তবে ঠিক কী লিখেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী? এই গত কয়েকদিনে ঐন্দ্রিলার স্বাস্থ্যের উন্নতি, অবনতি, এবং বহু মানুষের মৃত্যু নিয়ে ভুয়ো খবর রটিয়ে দেওয়া, নিউরোসার্জনরাও কীভাবে সবকিছু ঈশ্বরের উপর ছেড়ে দিতে বলেছিলেন, সেকথাই লম্বা পোস্টে জানিয়েছেন ঐন্দ্রিলার ভালোবাসার মানুষ। এছাড়া সব্যসাচী চৌধুরী তাঁর ফেইসবুক পোস্টে জানিয়েছেন, ঐন্দ্রিলা ক্লিনিক্যালি সুস্থ হলে তারপরই তাঁর পরবর্তী চিকিৎসার জন্য পদক্ষেপ করবেন। চলুন দেখে নেওয়া যাক সব্যসাচীর ফেসবুক পোস্টে

-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close