একটি স্কুল ব্যাগের মধ্যে, কুয়োর ভেতর থেকে উদ্ধার হলো একটি শিশুর মৃতদেহ, এমনই অবাক করা ঘটনা সামনে এলো জলপাইগুড়ি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের পূর্ব অরবিন্দনগর এলাকায়। ঘটনা ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি এলাকায়। এদিন সকালে ঘটনায় ব্যাপক হারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সূত্রের খবর পরিবারের এক সদস্য সকাল নাগাত কুয়ো থেকে জল উঠানোর সময় একটি স্কুলের ব্যাগ দেখতে পান কুয়োর মধ্যে, আর সেই ব্যাগ কুয়ো থেকে ওঠানোর পর খুলে দেখতেই চক্ষু চড়কগাছ, ব্যাগ খোলা মাত্র দেখতে পান একটি শিশুর মৃতদেহ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর পৌষালী দাস। খবর দেওয়া হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশকে। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা তাপসী সাহা জানিয়েছেন, তারা পরিবারের সকলে কর্মসূত্রে বাইরে থাকেন। এজন্য দিনেরবেলায় বাড়িতে কেউ থাকেন না। এরই সুযোগ নিয়ে কেউ এমন কাণ্ড ঘটিয়েছে। সোমবার খুব সকালে কুয়ো থেকে জল তুলতে গিয়ে বিষয়টি টের পেয়েছিলেন তারা।
-----------------------------------