আবার সেই মহামারী? ফের চীনা দেশে হু হু করে সংক্রমণ ছড়াচ্ছে করোনা (Corona)। কোভিড (COVID 19) আবার চিন জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, সেই সময় ভারতেও প্রত্যেককে সতর্ক থাকতে হবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে নির্দেশ জারি করা হয়েছে। কোভিড যাতে নতুন করে থাবা বসাতে না পারে, তার জন্য কেন্দ্রের পাশাপাশি রাজ্যের তরফেও নেওয়া হল পদক্ষেপ। করোনা যাতে নতুন করে রাজ্যে থাবা বসাতে না পারে, তার জন্য রাজ্যেও কমিটি গড়ার নির্দেশ জানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাধ্যায়। রাজ্যের স্বাস্থ্য সচিবের নেতৃত্বেই মুখ্যমন্ত্রী নয়া কমিটি গড়ার নির্দেশ দিয়ে থাকেন।
প্রসঙ্গত বৃহস্পতিবার থেকে বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করে তবে ছাড়া হবে। কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রকের সূত্রের তরফে মিলছে এমন খবর। বিমানবন্দরে নজরদারির পাশাপাশি মাস্ক পরা, শারীরিক দূরত্ববিধি বজায় রাখার উপরও জোর দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে চিনের মত করোনা যাতে কোনওভাবে ভারতে থাবা বসাতে না পারে, তার জন্য তৎপর কেন্দ্র, রাজ্য প্রত্যেকে।
চিনে করোনার (Corona) যে ভ্যারিয়েন্ট দাপিয়ে বেড়াচ্ছে, তার খোঁজ মিলেছে ভারতেও। ওমিক্রনের BF.7 নামে এই ভ্যারিয়েন্টের জেরেই চিনে ফের নতুন করে সংক্রমণের খবর মিলেছে। গুজরাট (Gujarat) এবং ওড়িশায় (Odisha) করোনার এই নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তের খোঁজ মিলেছে বলে খবর। রিপোর্টে প্রকাশ, গুজরাটে যে দুই করোনা আক্রান্তের শরীরে নয়া ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে, তাঁদের শরীরে BF.7 এবং BF.12 -এর দেখা মিলেছে। অক্টোবর এবং নভেম্বর মাসে এই দুই করোনা আক্রান্তের খোঁজ গুজরাটে মেলে। তবে নিভৃতাবাসে থেকে তাঁরা দুজনই সুস্থ হয়ে উঠেছেন বলে জানা যায়। প্রসঙ্গত ওমিক্রণের সাব ভ্যারিয়েন্টের জেরে যে দুজন গুজরাটে আক্রান্ত হন, তাঁদের মধ্যে একজন সংক্রমিত হন চলতি বছরের জুলাইতে।